কার নির্দেশে ক্যাম্পাসে বসছে সিসিটিভি? প্রশ্ন যাদবপুরের পড়ুয়াদের একাংশের
যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ক্যাম্পাসে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়েই পড়ুয়াদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন উপাচার্য বুদ্ধদেব সাউ। সিসিটিভি বসানোর সিদ্ধান্ত কেন নিয়েছে কর্তৃপক্ষ (Jadavpur University)? এই প্রশ্ন তুলে প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সংসদ ফেটসুর সদস্যদের সঙ্গে বিতন্ডা হয় উপাচার্যের। পরে কলা বিভাগের সংসদ আফসুর সঙ্গেও বিবাদ হয় উপাচার্যের।
কী ঘটেছিল ঠিক?
জানা গিয়েছে, সোমবার উপাচার্যের ঘরে (Jadavpur University) স্মারকলিপি জমা দিতে যান ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের সংসদ ফেটসুর সদস্যরা এবং তাঁরা দাবি জানাতে থাকেন, স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেই সিসিটিভি বসাতে হবে। কর্তৃপক্ষ এভাবে একতরফা সিদ্ধান্ত নিতে পারে না। এ নিয়েই শুরু হয়ে যায় উপাচার্যের (Jadavpur University) সঙ্গে কথা কাটাকাটি। ফেটসুর সদস্যরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক তখনই আবার ঘিরে ধরেন আফসুর সদস্যরাও। তাঁরাও পাল্টাও স্মারকলিপি জমা দেওয়ার কথা জানাতে থাকেন উপাচার্যকে। তখনই নিজের ঘর ছেড়ে বেরিয়ে যান উপাচার্য।
কী বলছেন উপাচার্য?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ইউজিসি নির্দেশিকা মেনেই বসছে সিসিটিভি এবং তিন সপ্তাহের মধ্যেই তা বসাতে চলেছে কর্তৃপক্ষ। মোট ২৬টি সিসিটিভি বসছে ক্যাম্পাসের ১০টি জায়গায়। এর জন্য খরচ হচ্ছে ৩৭ লাখ টাকা। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ রুখতে এবং ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ দিনের ঘটনা প্রসঙ্গে উপাচার্যের (Jadavpur University) দাবি যে তিনি যখন অধ্যাপক সংগঠনের ডেপুটেশন জমা নিচ্ছিলেন, তখনই আচমকা ভিতরে ঢুকে পড়ে এক দল পড়ুয়া এবং বলতে থাকে তাদের ডেপুটেশনে জমা নিতে হবে। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীকালে উপাচার্য বাইরে বেরিয়ে এলে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ (Jadavpur University) দেখাতে শুরু করেন একদল পড়ুয়া।
বিশ্ববিদ্যালয়ে মিলছে মদের বোতল
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর। তারপর থেকেই প্রশ্ন ওঠে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে আইনশৃঙ্খলা নিয়ে। বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ক্যাম্পাসে মেলে টবে গাঁজা চাষ করার প্রমাণও। পাশাপাশি গত সপ্তাহের শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন থিয়েটার থেকে উদ্ধার হয় রাশি রাশি মদের বোতল। এই সমস্ত কারণের জন্যই বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যার বিরোধিতা শুরু করে ছাত্রছাত্রীদের একাংশ। এবার তাদেরই বিক্ষোভের মুখে পড়তে হল উপাচার্যকেও।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।