টিটাগড়ে খুনের পর পানিহাটিতে বোমা বিস্ফোরণ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: বোমা বিস্ফোরণের ঘটনায় চরম উত্তেজনা ছড়াল খড়দা থানার পানিহাটি পুরসভার দু'নম্বর ওয়ার্ডে। পুরসভার তেজপাল নগর এলাকায় বোমা বিস্ফোরণে (Bomb Blast) গুরুতর জখম হন এক যুবক। আক্রান্ত যুবকের নাম জিতেন্দ্র গুপ্তা। তাঁর বয়স ২২ বছর। ঘনবসতি এলাকার মধ্যে এভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি পুরসভা এলাকায়।
ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)
দুদিন আগেই পুরানো বিবাদকে কেন্দ্র করে টিটাগড় পুরসভার উড়ানপাড়া এলাকায় এলোপাথাড়ি গুলি চালিয়ে এক যুবককে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনার জের মিটতে না মিটতেই খড়দা থানার পানিহাটি এলাকায় বোমা বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। দুদিন আগে দিনের বেলায় প্রকাশ্যে গুলিকাণ্ডের পরই বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমায় জখম যুবক জিতেন্দ্র গুপ্তা ঘটনার সময় বাড়িতে ছিলেন। আচমকাই বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রতিবেশী সুমনা চক্রবর্তী বলেন, আমি ঘরের মধ্যেই ছিলাম। সামনেই বাড়ি জিতেন্দ্রদের। বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে ওঠে। আমি বাইরে বেরিয়ে দেখি, চারদিকে ধোঁয়ায় ভর্তি। পাড়ার লোকজন জিতেন্দ্রকে কোলে করে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ওর হাতে অঝরে রক্ত ঝরছে। সম্ভবত, হাত উড়ে গিয়েছে। পরে পুলিশ আসার পর জানতে পারলাম, বোমা পাওয়া গিয়েছে বাড়ি থেকে। আক্রান্ত যুবকের এক আত্মীয় বলেন, জিতেন্দ্র ঘর পরিষ্কার করছিল। সেই সময় সে একটি কৌটো দেখতে পায়। কৌটোটা খুলতে গিয়েই বিপত্তি বাধে। বাড়িতে কোনও বোমা রাখা ছিল বলে জানা নেই। বাইরে থেকে কেউ বোমা বাড়িতে রেখে যেতে পারে। পুলিশ তদন্ত করে দেখুক।
বারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, বোমা রাখা ছিল, না বাইরে থেকে কেউ বোমা রেখেছিল, তা আমাদের কাছে পরিষ্কার নয়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জখম যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।