img

Follow us on

Friday, Sep 20, 2024

Adibasi: ‘আমরা অবহেলা ও চূড়ান্ত বঞ্চনার শিকার’, প্রতিবাদে ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি আদিবাসীদের

জঙ্গলমহলকে এ রাজ্যের পরিচালকেরা উপনিবেশ মনে করেন...

img

অবরোধের খণ্ডচিত্র।

  2023-01-04 17:58:46

মাধ্যম নিউজ ডেস্ক: সাঁওতালি (Santali Language) মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবিতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল আদিবাসী (Adibasi) সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। তারা আরও জানিয়েছিল, সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামবে তারা। সেই মতো বুধবার ১২ ঘণ্টার চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল আদিবাসীদের ওই সংগঠন। এদিন সকাল ৬টায় শুরু পথ অবরোধ ওঠে সন্ধে ৬টায়। ভারত জাকাত মাঝি পারগানা মহলের চাক্কা জ্যাম কর্মসূচির জেরে এদিন স্তব্ধ হয়ে রইল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার বিভিন্ন এলাকা। রাস্তা অবরোধের জেরে ভোগান্তির শিকার হন ওই চার জেলার বাসিন্দারা।

ভারত জাকাত মাঝি পারগানা মহল...

ভারত জাকাত মাঝি পারগানা মহলের মূল দাবিগুলির মধ্যে রয়েছে সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ, ভলান্টারি শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ, প্রতিটি জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজ স্থাপন, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি (Adibasi) মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু, এই বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নাচ ও গানের কোর্স চালু। ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে সাঁওতালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হস্টেল চালু করা, ভুয়ো তফশিলি জাতি ও উপজাতির সংশাপত্র অবিলম্বে চিহ্নিত করে বাতিল করার দাবিও জানিয়েছে আদিবাসীদের ওই সংগঠন। বীরভূমের দেউচা-পাঁচামিতে কয়লা খনির জন্য আদিবাসীদের উচ্ছেদের বিরোধিতাও করেছে আদিবাসীদের ওই সংগঠন।     

আরও পড়ুুন: "অযোগ্যদের চাকরি নিশ্চয়ই ভালোবেসে দেওয়া হয়নি", কল্যাণময়ের জামিন প্রসঙ্গে বিচারপতি 

ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতা রাইসেন হাঁসদা বলেন, ২০০৮ সাল থেকে সাঁওতালি (Adibasi) মাধ্যমে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত পৃথক কোনও সাঁওতালি শিক্ষা বোর্ড নেই। এই ভাষায় শিক্ষার কোনও সঠিক পরিকাঠামো নেই। কোথাও স্কুলের ভবন নেই, কোথাও আবার শিক্ষক নেই। যার জন্য পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে। তাই আমরা রাজ্যজুড়ে পথ অবরোধের ডাক দিয়েছি। সংগঠনের নেতা বিপ্লব সোরেন বলেন, আমাদের দাবিগুলি নিয়ে আমরা বার বার প্রশাসন, রাজ্য সরকার, এমনকি  মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি। কিন্তু কোনও দাবিই পূরণ হয়নি। তিনি বলেন, আমরা অবহেলা ও চূড়ান্ত বঞ্চনার শিকার। জঙ্গলমহলকে এ রাজ্যের পরিচালকেরা উপনিবেশ মনে করেন। সেই কারণেই আমাদের এই আন্দোলন।

মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন?

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Bengali news

Adibasi

Santali Language

Adibasi news


আরও খবর


ছবিতে খবর