img

Follow us on

Friday, Nov 22, 2024

Rail Roko Abhiyan: আদিবাসী সংগঠনের ডাকে রেল-রাস্তা রোকো অভিযান, ভোগান্তিতে যাত্রীরা

মালদহে রেল অবরোধের কারণে সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস ।

img

ভারতীয় রেল

  2023-02-11 12:42:26

মাধ্যম নিউজ ডেস্ক: আদিবাসী সংগঠনের (Rail Roko Abhiyan) অবরোধের রাজ্যের ৩ জেলায় ব্যহত যান চলাচল। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর-টাটানগর শাখায় খেমাশুলি স্টেশনে ট্রেন অবরোধ করে আদিবাসীদের সামাজিক সংগঠন  ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। মালদা এবং পুরুলিয়া জেলাতেও চলছে আন্দোলন। আদিনা রেল স্টেশনে শুরু হয়েছে 'রেল রোকো' আন্দোলন। আটকে পড়েছে লোকাল, এমনকি দূরপাল্লার ট্রেনও। ভোগান্তিতে যাত্রীরা। 

সারনা ধর্মের কোড (Rail Roko Abhiyan) চালু-সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আসাম-সহ মোট পাঁচ রাজ্যে অনির্দিষ্টকাল বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলির কাছে রেলপথ অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযান। ট্রেনের পাশাপাশি, কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। রেলের খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই  টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার, খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন বাতিল করেছে।

অবরোধ বিভিন্ন জেলায়    

মালদহে রেল অবরোধের কারণে সামসি স্টেশনে দাঁড়িয়ে আছে শতাব্দী এক্সপ্রেস (Rail Roko Abhiyan)। কুমারগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছে কুলিক এক্সপ্রেস। একলাখি স্টেশনে দাঁড়িয়ে আছে তেভাগা এক্সপ্রেস। মালদা স্টেশনে দাঁড়িয়ে আছে গৌড় এক্সপ্রেস।

অন্যদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিলিগুড়ি (Rail Roko Abhiyan) মোড়েও পথ অবরোধ চলছে। সকাল সাড়ে ৮টা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ বালুরঘাট ১০/এ রাজ্য সড়ক অবরোধ করে সংগঠনের কর্মী সমর্থকরা। সেখান থেকে পরেশনাথ পাহাড় আদিবাসীদের হাতে ফিরিয়ে দেওয়ারও দাবি তোলা হয়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জাতীয় সড়কও অবরোধ হয় এদিন। জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। তবে রাজ্যজুড়ে শনিবার এই কর্মসূচি যে পালন করা হবে তা আগেই জানিয়েছিল আদিবাসী সেঙ্গেল অভিযান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করে।

আরও পড়ুন: তাপমাত্রার ওঠানামা জারি রাজ্যজুড়ে, রয়েছে বৃষ্টির পূর্বাভাস

এক নিত্যযাত্রীর কথায়, “আমি আদিনা থেকে ট্রেনে উঠে কর্মস্থলে যাব ভেবেছিলাম। কিন্তু, সাতটা নাগাদ স্টেশনে এসে দেখি বিক্ষোভ কর্মসূচি চলছে। শুধু রেল পথ নয় শুনেছি রাস্তাও ঘেরাও করা হবে। কীভাবে গন্তব্যে পৌঁছব বুঝে উঠতে পারছি না।” উদ্বেগের একই স্বর শোনা গেল অন্যান্য যাত্রীদের কণ্ঠেও।

প্রসঙ্গত, সারনা ধর্মের কোড চালু করার দাবিতে ২০২১ সালে খেমাশুলিতে (Rail Roko Abhiyan) রেল অবরোধ করে এই সংগঠন। গত বছর সেপ্টেম্বর মাসে একাধিক কুড়মি সংগঠন খেমাশুলিতে রেল অবরোধ করেছিল। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

 

  

 

Tags:

Rail Roko Abhiyan

Adivasi Sengal Abhiyan


আরও খবর


ছবিতে খবর