img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sandeshkhali: দেড় মাস পর সন্দেশখালিতে রাজীব কুমার, শাহজাহানের গ্রেফতারি নিয়ে নীরব

এতদিন পর সন্দেশখালি গেলেন ডিজি, নিট ফল কি শূন্য?

img

লঞ্চে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি রাজীব কুমার। নিজস্ব চিত্র

  2024-02-22 13:11:33

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ফিরে এলেন কলকাতায়। তাঁর দু'দিনের সন্দেশখালি সফর শেষ হল। কিন্তু যে প্রশ্নে গোটা রাজ্য উত্তাল, যে প্রশ্নের উত্তর খুঁজে পায়নি কলকাতা হাইকোর্টও, সেই শাহজাহান শেখ (Sandeshkhali) নিয়ে রা কাড়লেন না। আশ্বাসও দিতে পারলেন না যে, তাঁকে খুব শিগগির গ্রেফতার করা হবে। সাংবাদিকরা যতবারই জিজ্ঞাসা করেছেন, তাঁর উত্তর সেই একই, দোষীরা গ্রেফতার হবে। এদিন তিনি পিডব্লিউডি'র বাংলো থেকে লঞ্চ পেরিয়ে ধামাখালি জেটিঘাটে আসেন। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি সেই একই কথা বলেন, "এলাকায় এলাকায় ঘুরলাম, অভিযোগ শুনলাম, যারা দোষী তারা সবাই গ্রেফতার হবে।"

কী করলেন দু'দিন ধরে?

সন্দেশখালিতে ইডি'র ওপর হামলা হয়েছিল প্রায় দেড় মাস আগে। তারপর সেখানে কত ঘটনাই না ঘটেছে। মহিলাদের বিক্ষোভ থেকে নেতাদের যাতায়াত, বিরোধীদের বাধাদান ইত্যাদি। কিন্তু রাজ্য পুলিশের মাথায় বসে থাকা এই কর্তার সেখানে যাওয়ার সময় হয়নি। অবশেষে গেলেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষকে আশ্বস্ত করার মতো কিছুই বলতে পারলেন না। সন্দেশখালিতে রাজীব কুমারের সঙ্গে ছিলেন এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতীম সরকার ও বসিরহাট পুলিশ জেলার এসপি। নিরাপত্তা খতিয়ে দেখতে সন্দেশখালি থানায় বৈঠক বসেন ডিজি। সেখান থেকে তিনি কিছু এলাকা ঘুরেও দেখেন।

বুধবার দুপুরে ধামাখালি থেকে লঞ্চে করে সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছন ডিজি-সহ পদস্থ পুলিশ কর্তারা। সূত্রের খবর, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা ফেরাতেও নাকি ডিজির এই সফর। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। তবে বুধবার সকাল থেকে নতুন করে কোনও গোলমালের খবর ছিল না। সন্দেশখালির ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানের গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। তারপর থেকে সামনে এসেছে একের পর এক অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের গ্রেফতারের দাবিতে সরব হন একাংশ গ্রামবাসী। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগও আনে পুলিশ। দুজনকেই গ্রেফতার করেছে জেলা পুলিশ। তবে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ফেরার। শাহজাহানকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে ঘটনার পর থেকেই। কিন্তু ডিজি'র কাছে তার উত্তর মিলল না। 

সাংবাদিক সম্মেলন করলেন না

বুধবার রাত পর্যন্ত সন্দেশখালির আনাচে কানাচে টহল দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বৃহস্পতিবার ভোর থেকে ফের সন্দেশখালি টহল দিতে দেখা যায় তাঁকে। এদিন সকালে পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালি লঞ্চের দিকে যান তিনি। আবার ফিরে আসেন সন্দেশখালিতে (Sandeshkhali)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, মানুষ যেন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। এদিন তাঁর সাংবাদিক সম্মেলন করার কথা শোনা গিয়েছিল। কিন্তু বোধহয় বিতর্কিত প্রশ্ন এড়াতে সে পথেও গেলেন না।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Sandeshkhali

Shahjahan Sheikh

Rajeev Kumar

dgp of west bengal police


আরও খবর


ছবিতে খবর