img

Follow us on

Friday, Sep 20, 2024

TMC: বোর্ড গঠনের পর খড়গ্রামে জয়ী কংগ্রেস সদস্যের ছেলেকে কুপিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল

Murshidabad: পঞ্চায়েত বোর্ড গঠনের দিন মুর্শিদাবাদে ফের খুন

img

তৃণমূলের হামলায় মৃত যুবক (নিজস্ব চিত্র)

  2023-08-09 20:49:34

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন ফের রক্ত ঝড়ল মুর্শিদাবাদে। আবারও খুনের অভিযোগ মুর্শিদাবাদের খড়গ্রামে। ফের বলি আরও এক প্রাণ।  এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে পঞ্চায়েত ভোটে জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে। হামলার ঘটনায় জড়িত তৃণমূল (TMC)। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পঞ্চায়েত ভোটে বোর্ড গঠন পর্ব শুরু হতেই ফের খুনের ঘটনা ঘটল।

ঠিক কী কারণে খুন?

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের শাদল গ্রাম পঞ্চায়েতের রুহি গ্রাম এলাকায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম হুমায়ুন খামারু। তাঁর বাড়ি খরগ্রাম থানার রুহিগ্রামে। পঞ্চায়েত নির্বাচনে হুমায়ুন খামারুর মা সানোয়ারা খামারু জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তাঁর ওই আসনে তৃণমূল (TMC) প্রার্থী হেরে যায়। ফলে, সানোয়ারা ও তাঁর পরিবারের লোকজনের রাগ ছিল। গত রবিবার সানোয়ারা বিবি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বুধবার বোর্ড গঠনের পরই পরাজিত তৃণমূল প্রার্থী ও তার দলবল মিলে সানোয়ারা বিবির ছেলে হুমায়ুন খামারুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেস প্রার্থী। ভোটে হারের প্রতিশোধ নিতেই হামলার অভিযোগ পরাজিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে।

কী বললেন মৃতের পরিবারের লোকজন?

হুমায়ুনের বউদি বলেন, আমার দেওর সৌদি আরবে থাকত। ও কয়েক মাস আগে বাড়ি ফিরেছে। ওর সদ্য বিয়ে হয়েছে। ও কোনও দল করত না। আমার শাশুড়ি ভোটে জিতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC)  যোগ দেন। এদিন তৃণমূল পঞ্চায়েতে বোর্ড গঠন করে। তারপরই তৃণমূলের লোকজনই তাকে কুপিয়ে খুন করে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

congress

Madhyom

tmc

bangla news

Bengali news

Murshidabad


আরও খবর


ছবিতে খবর