পঞ্চায়েত বোর্ড গঠনের পরই মগরাহাটে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে
অবস্থান বিক্ষোভে তৃণমূলের কর্মীরা (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: দলের নির্দেশকে অমান্য করে গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat Election) প্রধান গঠনের অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরই প্রতিবাদে শনিবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মুলটি অঞ্চলের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
গত ১০ তারিখ মগরাহাট পূর্ব বিধানসভার মুলটি গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat Election) প্রধান গঠনের দিন ধার্য হয়েছিল। আর এই প্রধান গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। পাশাপাশি ভোটাভুটির মাধ্যমে জয়ী প্রার্থী নাসির মণ্ডলকে প্রধান না করায় এদিন তৃণমূল বিধায়িকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে দলেরই কর্মী সমর্থকরা। মূলত মগরাহাট পূর্ব বিধানসভার মুলটি পঞ্চায়েতের প্রধানের পদটি জেনারেল। সেখানেই দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় ভোটাভুটির মাধ্যমে প্রধানের জন্য নাম মনোনীত হবে। আর সেখানেই দলের নির্দেশ মতো বিধায়িকার উপস্থিতিতে প্রধানের পদের জন্য জয়যুক্ত হয় নাসির মণ্ডল। কিন্তু, পঞ্চায়েতের বোর্ড গঠন করতে গিয়ে দেখা যায়, মুলটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশকে অমান্য করে কালিদাস নস্কর নামে এক ব্যক্তিকে প্রধান করেন। এরপরই বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। মূলত মুলটি অঞ্চলের ২৩ টি আসন ছিল। যারমধ্যে তৃণমূল কংগ্রেস ১৬ টি, বিজেপি পাঁচটি ও সিপিএম দুটি আসন দখল করেছিল। তবে, এ নিয়ে মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা জানিয়ে ছিল দলের নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে এবং সাসপেন্ডও করা হতে পারে।
দলের নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ দলেরই একাংশ। পঞ্চায়েত অফিসের সামনে প্যান্ডেল করেই তৃণমূল কর্মীরা অবস্থান বিক্ষোভে বসেন। তৃণমূল যুব নেতা আনিসুর রহমান বলেন, দলের নির্দেশ অমান্য করেই গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat Election) প্রধান নির্বাচিত করা হয়েছে। আমরা এই প্রধানকে মানি না। দলের নির্দেশ মেনে যাকে প্রধান করা হয়েছিল, তাকেই দায়িত্ব দিতে হবে। না হলে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।