এভারেস্টের থেকেও আরও জটিল এবং আরও কঠিন অভিযান ছিল লোৎসে। শেষ খবর পাওয়া পর্যন্ত লোৎসে জয়ের পর ৩ নম্বর বেস ক্যাম্পে ফিরে এসেছেন পিয়ালি।
পিয়ালি বসাক।
মাধ্যম নিউজ ডেস্ক: এভারেস্ট (Mt Everest) ছুঁয়েই একছুটে লোৎসে (Mt Lhotse)। পৃথিবীর শীর্ষতম বিন্দু থেকে চতুর্থ শীর্ষ বিন্দুতে। আশা-আশঙ্কার মধ্যেই সফল লক্ষ্য। এভারেস্টের (8849m) পর লোৎসেতে (8516m) পা রাখলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak)। পরপর দুটি শৃঙ্গ জয় করে নজির গড়লেন হুগলির পিয়ালি।
অতিরিক্ত অক্সিজেনের সাহায্য ছাড়া এভারেস্ট-লোৎসে জোড়া শৃঙ্গ অভিযান লক্ষ্য ছিল পিয়ালির। ধৌলাগিরিতে পিয়ালি উঠেছিলেন অক্সিজেন ছাড়াই। কিন্তু রবিবার খারাপ আবহাওয়ার জন্য ৮৪৫০ মিটার উচ্চতায় পৌঁছে বকি পথটুকু অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে বাধ্য হন বছর একত্রিশের পিয়ালি। পরিকল্পনা ছিল, এভারেস্ট সামিট শেষে চার ক্যাম্প ফোর-এ ফিরে যত দ্রুত সম্ভব লোৎসের দিকে এগোবেন।
সোমবার সকাল ১১ টা নাগাদ ক্যাম্প ফোর থেকে বেরিয়েছিলেন পিয়ালি। এভারেস্ট থেকে নামার পর ‘স্নো ব্লাইন্ডনেস’ হয় তাঁর। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় লোৎসে জয় বঙ্গকন্যার। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন নম্বর বেস ক্যাম্পে ফিরে এসেছেন পিয়ালি। এভারেস্টের থেকেও আরও জটিল এবং আরও কঠিন অভিযান ছিল লোৎসে। অনেকেই চেষ্টা করেন। সবাই পারেন না। অসাধ্য সাধন করেছেন পিয়ালি, অভিমত পর্বতারোহীদের।
ছোট থেকেই পাহাড় টানে পিয়ালিকে। ছবি আঁকা তাঁর শখ। যেমন তেমন নয় রীতিমত অয়েল পেইন্টিং। পিয়ালির রঙ-তুলি ক্যানভাসের স্ট্রোকেও শুধু বরফ আর পাহাড়ের হাতছানি। দীর্ঘদিন ধরেই এভারেস্টের প্রস্তুতি নিচ্ছিলেন পিয়ালি। তবে তাঁর যাত্রার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ। বাড়ি বন্ধক রেখে এবং নিজের যাবতীয় সঞ্চয় একত্র করেও ১৮ লাখ টাকার বেশি হচ্ছিল না। এ দিকে, এভারেস্ট অভিযানের জন্য দরকার ছিল ৩৫ লাখ। নেপাল সরকার জানিয়ে দিয়েছিল, পুরো টাকা না পেলে এভারেস্ট অভিযান করতে দেবে না তারা।
এই অবস্থায় ফেসবুকে পোস্ট করে সাধারণ মানুষের কাছে অর্থের আবেদন করেন পিয়ালি। সেখান থেকে আরও পাঁচ লাখের মতো টাকা ওঠে। তখনও দরকার ছিল ১২ লাখ। এমন সময় পিয়ালির সাহায্যে এগিয়ে আসে তাঁর এজেন্সি। তারাই আপাতত বাকি টাকা দিয়ে দেবে বলে জানায়। ফলে শেষ মুহূর্তে এভারেস্টে ওঠার অনুমতি পান পিয়ালি। রবিবার সকালেই তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন। মঙ্গলবার সন্ধ্যায় লোৎসে জয় করে জাতীয় পতাকা উড়িয়ে দেন এই বঙ্গকন্যা। জীবনধারা পরিবর্তন করা তাঁর লক্ষ্য। পাহাড়ের চূড়াতেও মেয়েদের অধিকারের বার্তা দেন পিয়ালি।