img

Follow us on

Sunday, Jan 19, 2025

Malda: তৃণমূলের চেয়ারম্যানকে দলের মিটিংয়ে ডেকে খুনের চেষ্টার অভিযোগ

মা মাটির সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে কি প্রাণ বিসর্জন দিতে হবে?

img

ঋষিপুর অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান শিবানন্দা শর্মা। নিজস্ব চিত্র।

  2023-05-30 20:04:04

মাধ্যম নিউজ ডেস্ক: মালদায় (Malda) তৃণমূলের চেয়ারম্যানকে দলের মিটিংয়ে ডেকে এনে খুনের চেষ্টার অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূলেরই সম্পাদক, অঞ্চল সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলে উত্তেজনা মালদার হবিবপুরের ঋষিপুরে।

মালদায় (Malda) কেন খুনের চেষ্টা?

ঋষিপুর অঞ্চলের দলের চেয়ারম্যান (Malda) শিবানন্দ শর্মাকে দলের মিটিং-এর জন্য কানতুর্কা গ্রামে ডাকা হয়। সেখানে রাতেই যান তৃণমূলের চেয়ারম্যান শিবানন্দ। কানতুর্কার মিটিং-এ শিবানন্দ এবং অঞ্চল সভাপতির মধ্যে বাদানুবাদ হয় বলেই শোনা যায়। এরপর মিটিং থেকে ফেরার সময় তিনি নাকি বাইক দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার পরই ঘটনাস্থলে শিবানন্দের ভাই ছুটে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ঋষিপুর অঞ্চলের সম্পাদক, সভাপতি, পঞ্চায়েত সদস্য সহ চার তৃণমূল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুনের চেষ্টার অভিযোগ করেছে শিবানন্দর পরিবার। হবিবপুর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই চেয়ারম্যান ও অঞ্চল সভাপতির সঙ্গে দলীয় বিবাদ চলছিল।

শিবানন্দের ভাইয়ের আশঙ্কা খুনের প্রচেষ্টা হয়েছে

শিবানন্দের ভাই রমানন্দ শর্মা বলেন, দাদা মিটিং (Malda) থেকে আসার সময় বাইক দুর্ঘটনার কথা বলা হলেও যে বাইকে করে আসছিলেন, সেই বাইকের কোনও ক্ষতি হয়নি। তপন মজুমদার, দিলীপ সিংহ, নিমাই বর্মন, সৌগত সরকারের মতো তৃণমূল নেতারাও সঙ্গে ছিল। কিন্তু কারও ক্ষতি হয়নি। কেবলমাত্র যে পিছনে বসেছিল, সেই দিলীপ সিংহের হাতে সামান্য লেগেছে। আশপাশে কারও কিছু না হওয়ার ফলে আমার মনে হয়, দাদার কি দুর্ঘটনা ঘটেছে, না খুনের চেষ্টা? দাদা রাজনীতি করতে গিয়ে কিছু হয়ে গেলে তাঁর ছোট ছোট ছেলেমেয়েদের কী হবে? আমি চাই দাদা সুস্থ হয়ে বাড়িতে ফিরুক।

পরিবারের মাসির বক্তব্য গোষ্ঠী কোন্দল

শিবানন্দের মাসি পুতুল চক্রবর্তী বলেন, ঘটনার দিন শিবাকে বাড়ি (Malda) থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। শিবানন্দ নিজে তৃণমূল দল করে। এই রাজ্যে মা মাটির সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে কি প্রাণ বিসর্জন দিতে হবে? তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন পড়ে গেছে, আবার কেউ বলছেন দুর্ঘটনা হয়েছে। বুঝতেই পারছি না! আর তাই আমার সন্দেহ হচ্ছে! তিনি আরও বলেন, মনে হয় ওকে নেশা করিয়ে পিছন থেকে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। তৃণমূল দলের লোকেরাই এই কাজ করিয়েছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল বলে মনে করছেন পুতুল চক্রবর্তী। থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Malda

bangla news

Bengali news

party meeting

attempt to kill

Trinamool chairman


আরও খবর


ছবিতে খবর