img

Follow us on

Sunday, Jan 19, 2025

Sukanya Mondal: টেট মামলায় আদালতে হাজিরা কেষ্ট কন্যার, উঠল 'গরু চোর' স্লোগান

আদালত চত্বরে হাজির মানুষজন ‘গরুচোর’ ও ‘গরুচোরেরে মেয়ে গরুচোর’ বলে স্লোগান দিতে থাকেন।

img

সুকন্যা মণ্ডল

  2022-08-18 17:18:42

মাধ্যম নিউজ ডেস্ক: পরেশ কন্যার পরে এবার কেষ্ট কন্যা। শুধু সম্পত্তি নয়, এবার অনুব্রত কন্যার চাকরি নিয়েও উঠেছে প্রশ্ন। সুকন্যা মণ্ডলের নিয়োগেও দুর্নীতি রয়েছে বলে উঠেছে অভিযোগ। সেই মামলাতেই আজ হাইকোর্টে হাজিরা দেন সুকন্যা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হাজিরা দিতে কলকাতা হাইকোর্টে দুপুর ১টা ১৫ মিনিটে পৌঁছন সুকন্যা মণ্ডল। জনতার রোষ থেকে বাঁচাতে হাইকোর্টের পিছনের দরজা দিয়ে তাঁকে ভিতরে ঢোকায় পুলিশ। কিন্তু তাতেও এড়ানো যায়নি বিক্ষোভ। অনুব্রতর কন্যাকে দেখেই আদালত চত্বরে ওঠে গরুচোর স্লোগান।

আরও পড়ুন: বিনা টেটে সুকন্যার মাস্টারি কাঠগড়ায় তুলল ব্রাত্যকে!

বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে রওনা দেন সুকন্যা। বেলা ১২টা নাগাদ চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছন তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান কলকাতা হাইকোর্টে। সেখানে পুলিশি পাহারায় তাঁকে পিছনের গেট দিয়ে প্রবেশ করানো হয়। তখনই তাঁকে ঘিরে ওঠে গরুচোর স্লোগান।  

আদালত চত্বরে হাজির মানুষজন ‘গরুচোর’ ও ‘গরুচোরেরে মেয়ে গরুচোর’ বলে স্লোগান দিতে থাকেন। তারই মধ্যে আদালতে প্রবেশ করেন অনুব্রতর কন্যা। এদিন আদালতে প্রবেশের সময় সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি। 

আরও পড়ুন: তৃণমূল পার্টিটা আর ছ'মাসও টিকবে না, ডেডলাইন শুভেন্দুর

সৌমেন নন্দী মামলায় সামনে এসেছে অনুব্রত মণ্ডলের মেয়ে (Anubrata Mondal Daughter) সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) চাকরি পাওয়া নিয়ে জটিলতা। টেট পাশ না করেও বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। এমনকী এও দাবি করা হয়েছে, চাকরি পাওয়ার পর তিনি একদিনও স্কুলে যাননি। স্কুলের রেজিস্ট্রার নিয়ে অন্যেরা অনুব্রতর বাড়িতে এসে সুকন্যাকে দিয়ে সই করিয়ে নিতেন। পৌঁছে যেত বেতন।  

হাইকোর্টে দাখিল করা তালিকা অনুযায়ী শুধু সুকন্যাই নয়, আরও পাঁচ অনুব্রত ঘনিষ্ঠ টেট পাশ না করে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সুকন্যা মণ্ডল সহ তালিকায় নাম থাকা বাকি ছয় আত্মীয়কে বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সঙ্গে আনতে বলা হয়েছিল টেট পাশের সার্টিফিকেট সহ চাকরি পাওয়ার নথি। হাজিরা না দিলে কড়া পদক্ষেপে নেওয়া হবে বলেও আদালত হুঁশিয়ারি দিয়েছিল আগেই। সেইমতোই হাজিরা দিতে এসেছিলেন অনুব্রত ঘনিষ্ঠরা। 

Tags:

anubrata mondal

High Court

Cattle Case

Sukanya Mondal

TET Corruption Case