জেল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল আছেন অনুব্রত
অনুব্রত মণ্ডল
মাধ্যম নিউজ ডেস্ক: তিহাড় জেলে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। দুপুরে তাঁকে জেলের হাসপাতালেই ভর্তি করানো হয় বলে জানা গেছে। অন্যদিকে গরু পাচার মামলায় নতুন করে বীরভূমের দুই চালকল মালিককে তলব করল সিবিআই। জানা গিয়েছে সাঁইথিয়ার চালকল মালিক রবিন টিব্রেওয়াল ও তাঁর বাবাকে তলব করা হয়েছে।
জেল সূত্রে খবর আপাতত স্থিতিশীল আছেন তিনি
হাসপাতালে ভর্তির পর অক্সিজেন দেওয়া হয়েছে তৃণমূল নেতাকে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত (Anubrata Mondal) দীর্ঘ দিন ধরে আসানসোল জেলে ছিলেন। পরবর্তীতে ইডির আবেদনের ভিত্তিতে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তার আগে দিল্লি যাত্রা ঠেকাতে চেষ্টার কসুর কিছু করেননি তিনি। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে রাজ্য পুলিশ অনুব্রতকে (Anubrata Mondal) গ্রেফতার করে হেফাজতেও মাঝখানে, তবে শেষ রক্ষা হয়নি। গত শনিবার তিহাড় থেকে আসানসোল জেলে ফিরতে চেয়ে দিল্লির আদালতে আবেদনও করেছেন তাঁর আইনজীবী। অন্যদিকে ওই চালকল মালিকের সঙ্গে এনামূল হকের আর্থিক লেনদেন সামনে এসেছে । সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলার অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকদের আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। সেই কারণেই সোমবার তাঁদের কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা গিয়েছে।
রবিনের চালকল সংস্থার অ্যাকাউন্টে এনামুল হকের চালকল থেকে টাকা ঢুকেছে বলে সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে, এনামুলের চালকল সংস্থার সঙ্গে রবিনের চালকল সংস্থার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। বীরভূমে রবিনের একাধিক চালকল রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সোমবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছন রবিন। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: