img

Follow us on

Friday, Sep 20, 2024

Anubrata Mondal: একসময় বেচতেন মাগুর, সেখান থেকে কীভাবে তৃণমূলের 'মুগুর' হয়ে উঠলেন কেষ্ট?

Cattle Smuggling: কেষ্ট গ্রেফতার হওয়ায় তৃণমূলের অক্সিজেন যে অনেকটাই কমে গেল, তা বলাই বাহুল্য...

img

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

  2022-08-11 14:15:28

মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার কেষ্ট। গরুপাচার মামলায় (Cattle smuggling) সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার, সকালে বোলপুরের (Bolpur) নীচুপট্টিতে বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভাগ্যের উত্থান পতন কাকে বলে তা অনুব্রতকে না দেখলে টের পাওয়া যায় না। এই অনুব্রত মণ্ডল যাঁর নির্দেশে বাঘে গরুতে একঘাটে জল খেত, তৃণমূলের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা আজ সিবিআইয়ের হাতে গ্রেফতার। তবে অনুব্রত মণ্ডল রাতারাতি এইভাবে 'বেতাজ বাদশা' হয়ে উঠেছেন এমন নয়। শোনা যায়, একসময় কেষ্ট হাটে মাছ বেচতেন। সেখান থেকে আজ ১০০০ কোটি টাকার মালিক কেষ্ট। 

কীভাবে এত প্রতিপত্তি হল কেষ্টর?

বর্তমানে অনুব্রত মণ্ডল বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের নিচুপট্টির বাসিন্দা হলেও তার আসল বাড়ি বীরভূমের নানুরের হাট সেরান্দি গ্রামে। অনুব্রত মণ্ডলরা তিন ভাই, অনুব্রত হলেন মেজ। শোনা যায়, অষ্টম শ্রেণি পাস করার পর তিনি মাছ বেচা শুরু করেন। এ-ও শোনা যায়, পাশাপাশি তাঁদের একটি গ্রিলের কারখানা ছিল, সেটিও তিনি সামলাতেন। রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকলেও ২০০১ সালে নানুরের সুচপুরের ঘটনায় তার একাধিক পদক্ষেপ নজর কাড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০০৩ সালে তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব পান কেষ্ট।

আরও পড়ুন: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল! নিয়ে যাওয়া হতে পারে সিবিআই ক্যাম্প অফিসে

অনুব্রত মণ্ডল জেলা সভাপতি দায়িত্ব পাওয়ার পর বামেদের লাল দুর্গ হিসাবে পরিচিত বীরভূমে নিজের দাপট দেখাতে শুরু করেন। ২০১১ সালে তৃণমূল রাজ্যের শাসক দল হিসেবে পরিণত হলে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতায় পরিণত হন অনুব্রত মণ্ডল। তবে এর সঙ্গে সঙ্গেই তার নামের পাশে যুক্ত হতে শুরু করে গরু পাচার, কয়লা পাচার, ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন মামলা। এই সকল মামলায় একাধিকবার তলব পাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল সিবিআই।

এদিন সকালেই অনুব্রতর বাড়িতে পৌঁছে যায় সিবিআই। সার্চ ওয়ারেন্ট সঙ্গে নিয়ে যায়। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। সিবিআই মোট ২ কোম্পানি আধাসেনা জওয়ান নিয়ে যায় বলে সূত্রে খবর। অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছনোর পর বাড়ি ঘিরে ফেলেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা। অনুব্রতর বাড়িতে যাঁরা আছেন, তাঁদের সবার ফোন বাজেয়াপ্ত করা হয়। একদিকে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে তাঁর বাড়িতে চলতে থাকে তল্লাশি। ঘণ্টা দুয়েক পর, কেষ্টকে গ্রেফতার করে বের করে নিয়ে যায় সিবিআই। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রত্যক্ষ যোগাযোগ পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। 

আরও পড়ুন: পার্থ-অনুব্রত কাণ্ডের জের! "সবাই চোর নয়", সাফাই আতঙ্কিত তৃণমূলের

এখন কেষ্ট গ্রেফতার হওয়ায় তৃণমূলের অক্সিজেন যে অনেকটাই কমে গেল, তা বলাই বাহুল্য।

Tags:

cbi

anubrata mondal

Cattle smuggling

Anubrata Mondal arrested

Anubrata CBI arrest

Anubrata Cattle smuggling CBI

Anubrata properties

Anubrata fish seller TMC heavyweight


আরও খবর


ছবিতে খবর