img

Follow us on

Saturday, Jan 18, 2025

Anubrata Mondal: অনুব্রত ঘনিষ্ঠ ওমর শেখকে দিল্লিতে তলব ইডির

বোলপুর পুরসভার এক কাউন্সিলরকে জেরা করেই ওমর শেখের কথা জানতে পারে ইডি

img

অনুব্রত মণ্ডল।

  2022-12-30 16:16:07

মাধ্যম নিউজ ডেস্ক: বোলপুর (Bolpur) পুরসভার ভাইস চেয়ারম্যান অনুব্রত ঘনিষ্ঠ ওমর শেখকে তলব করল ইডি (ED)। এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর,গরু পাচার মামলায় শুক্রবার ওমরকে দিল্লিতে তলব করা হয়েছে। যা নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে বীরভূমের রাজনৈতিক মহলে। 

অনুব্রতের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের চেষ্টা

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ইডি দিল্লি নিয়ে যেতে সক্ষম হবে কি না তা সময় বলবে। আগামী ৯ জানুয়ারি দিল্লি হাইকোর্টে এই মামলার (Delhi High Court) শুনানি রয়েছে। তারই আগে অনুব্রত ঘনিষ্ঠ ওমরকে তলব করল ইডি। তাকে জেরা করেই অনুব্রতের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড় করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  বোলপুর পুরসভার এক কাউন্সিলরকে জেরা করেই ওমর শেখের কথা জানতে পারে ইডি। এলাকায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত ওমর। জেলের বাইরে থাকার সময় সর্বদাই তাঁকে ‘কেষ্টদার’ পাশেপাশেই ঘুরতে দেখা যেত। অনুব্রতর সঙ্গে দেখা করতে অনেকেই যোগাযোগ করতেন ওমর শেখের সঙ্গে। এমনকী কেউ কোনও সাহায্য চাইলে অনুব্রতও অনেক সময়ই ওমরের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের কথা বলতেন।

আরও পড়ুন: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

স্থানীয় সূত্রে খবর, বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে রীতিমতো কর্তৃত্ব রয়েছে ওমরের। এবার সেই ওমরকে জিজ্ঞাসাবাদ করে অনুব্রতের বিরুদ্ধেই প্রমাণ একত্র করতে চায় ইডি। এখন দেখার এই ওমরকে জেরা করে নতুন কী তথ্য পায় ইডি। তবে তলব করলেও বোলপুরের এই ‘প্রভাবশালী’ কাউন্সিলর ইডির দরবারে গিয়ে দেখা করেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কয়েক মাস আগে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর গরু পাচার মামলায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করে এবং পরবর্তীতে তার ঠাঁই হয় আসানসোল সংশোধনাগারে (Asansol Jail)। এরই মধ্যে কেন্দ্রীয় সংস্থা ইডি (ED) তাঁকে দিল্লিতে নিয়ে জেরা করতে চায়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

anubrata mondal

Bolpur Municipality

bolpur municipality vice chairman sheikh omar

sheikh omar summoned by ed at delhi


আরও খবর


ছবিতে খবর