img

Follow us on

Monday, Nov 25, 2024

Anubrata Mondal: আরও ৪ দিন সিবিআই হেফাজতে কেষ্ট মণ্ডল, আবার শুনতে হল ‘গরু চোর’ স্লোগানও!

Cattle Smuggling Case: এদিন মূল আকর্ষণ ছিল অনুব্রতর শুনানি-পর্ব। শুরুতেই...

img

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র।

  2022-08-20 16:47:19

মাধ্যম নিউজ ডেস্ক: মিলল না জামিন। গরুপাচার মামলায় (Cattle Smuggling case) কেষ্ট মণ্ডলকে (Anubrata Mondal) আরও চারদিন সিবিআই (CBI) হেফাজতে পাঠাল আদালত। এদিন অনুব্রতর আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তা পত্রপাঠ খারিজ করে দিয়ে তাঁকে ফের সিবিআই হেফাজতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারক। অর্থাৎ, ২৪ অগাস্ট পর্যন্ত তাঁর ঠিকানা নিজাম প্যালেসই (Nizam Palace)। 

গরু পাচার মামলায় গত ১১ অগাস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Birbhum TMC President Anubrata)। সেইদিন থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। শনিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয় অনুব্রতকে। বিচারক কেষ্টকে প্রশ্ন করেন, ‘‘শরীর কেমন আছে?’’ শুনে অনুব্রত বলেন, ‘‘সারাক্ষণ অসুস্থ। ওষুধ খাচ্ছি।’’ শুনে বিচারক বলেন, ‘‘অসুবিধে হলে চিকিৎসককে জানাবেন।’’

আরও পড়ুন: অনুব্রতের চালকলে সিবিআই হানা! মিলল রাজ্য সরকারের স্টিকার লাগানো ৫টি গাড়ি

তবে, এদিন মূল আকর্ষণ ছিল অনুব্রতর শুনানি-পর্ব। শুরুতেই কেষ্টর আইনজীবী তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরে জামিনের আবেদন জানান। অনুব্রতর জামিনের বিরোধিতা করে তদন্তকারী সংস্থা পাল্টা যুক্তি দেখায়, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত। আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সীমান্তে বাজেয়াপ্ত করা গরুর নিলামের টাকা যেত অনুব্রতর কাছে। অনুব্রতকে জামিন দিলে তদন্ত ধাক্কা খাবে। কারণ, এর আগে অনুব্রতকে বারবার ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। তুলে ধরা হয় প্রভাবশালী তত্ত্বও। সবপক্ষের সওয়াল শুনে অনুব্রতকে পুনরায় সিবিআই হেফাজতে পাঠিয়ে দেয় আদালত।

যেখানে কেষ্টর আইনজীবী যে যুক্তিগুলো দেখিয়েছেন, তা রীতিমতো তাজ্জব করে দেওয়ার মতো। শুক্রবার অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইসমিলে হানা দিয়েছিল সিবিআই টিম। তার দু’দিন আগে কেষ্ট মণ্ডলের ব্যাঙ্কে থাকা ১৭ কোটি টাকা ‘ফ্রিজ়’ করেছিল কেন্দ্রীয় সংস্থা। এদিন আদালতে অনুব্রতর আইনজীবীরা দাবি করেন, ওই চালকল নাকি অনুব্রতকে দিয়েছিলেন তাঁর শ্বশুরমশাই। আর ১৭ কোটি টাকা। সেটা নাকি কেষ্টর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের জীবন বিমা টাকা, যা তিনি স্থায়ী আমানত করে ব্যাঙ্কে গচ্ছিত রেখেছিলেন। 

আরও পড়ুন: অনুব্রতর ১৭ কোটির FD-তেই লুকিয়ে আরও ১৯ জনের 'প্রাণভোমরা'! তাই কি ইডি-সিবিআইতে আপত্তি?

এদিকে, এদিন কেষ্টকে দেখেই আদালত চত্বরে ওঠে 'গরু চোর' স্লোগান। শনিবার অনুব্রতকে কটাক্ষ করে, গরু চোর লেখা প্ল্যাকার্ড ও দাঁড়িপাল্লায় মাগুর মাছ নিয়ে আসানসোল ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল মানুষ। সেইসময় তৃণমূল কর্মীরা সেখানে হাজির হওয়ায় উত্তেজনা ছড়ায়। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tags:

cbi

anubrata mondal

Cattle smuggling

Anubrata Cattle smuggling CBI

Kesto Mondal

Anubrata CBI custody


আরও খবর


ছবিতে খবর