বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশেও বিপুল সম্পত্তি আছে তৃণূমূলের বীরভূম জেলা সভাপতির
অনুব্রত মণ্ডল।
মাধ্যম নিউজ ডেস্ক: ভিন রাজ্যে অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেল ইডির তদন্তকারীরা। গরু পাচারকাণ্ডে তদন্তে নেমে শুধু বীরভূম নয়, দেশের নানা প্রান্তে অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইতিমধ্যেই অনুব্রতের নামে শান্তিনিকেতনে বিঘার পর বিঘা জমি রয়েছে। খুবই কম দামে এই সব জমি নিজের নামে করেছিলেন কেষ্ট। এবার রাজ্য পেরিয়ে ভিন রাজ্যে ইডির তল্লাশি শুরু হয়েছে। ইডি জানতে পেরেছে, ভিনরাজ্যেও বিপুল সম্পত্তি রয়েছে অনুব্রতর। তদন্তকারীদের অনুমান, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশেও বিপুল সম্পত্তি আছে তৃণূমূলের বীরভূম জেলা সভাপতির।
ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই ইতিমধ্যেই খতিয়ে দেখা হয়েছে। এছাড়া অনুব্রতর আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকেই তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে বিনিয়োগ রয়েছে অনুব্রতর। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী আধিকারিক দাবি করেছেন, ঝাড়খণ্ড ও বিহারে হাওয়ালার মাধ্যমে পাথরখাদানে টাকা বিনিয়োগ করেছেন অনুব্রত। তাছাড়া উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে ফ্ল্যাট, জমি কিনেছেন তিনি।
আরও পড়ুন: ওএমআর শিটে কারচুপির প্রচুর প্রমাণ সিবিআইয়ের হাতে, রিপোর্ট পেশ হাইকোর্টে
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নয়া তদন্ত শুরু করেছে ইডি। তৃণমূল নেতা কতজনকে স্কুল ও বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দিয়েছেন, তা খতিয়ে দেখছে ইডি। এমনকী তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে কেষ্ট আর্থিক সুবিধা নিয়েছিলেন কি না সেটা জানতে তদন্ত করছেন তদন্তকারীরা। সূত্রের খবর, মেধা তালিকায় নাম নেই, অথচ চাকরি পেয়েছেন, এমন বেশ কয়েকজন প্রার্থীর তালিকা ইডি’র হাতে এসেছে।কেষ্টর বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। গত কয়েক সপ্তাহ ধরে অনুব্রত ঘনিষ্ট একাধিক জনকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ভিনরাজ্যে কেষ্টর লগ্নি সংক্রান্ত তথ্য পেয়েছে ইডি। বিষয়টি সামনে আসার পর থেকেই সংশ্লিষ্ট রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন গরুপাচার কাণ্ডে তদন্তকারী ইডি আধিকারিকেরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।