img

Follow us on

Saturday, Jan 18, 2025

Asha Workers: আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল স্বাস্থ্যভবন চত্বর 

এক আশা কর্মী বিক্ষোভ চলাকালীন বলেন, ‘আমাদের কাজ হল মা ও শিশুদের যত্ন নেওয়া। কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তার দায়িত্বও আমাদের দেওয়া হচ্ছে

img

বিক্ষোভের ছবি

  2023-02-07 15:03:27

মাধ্যম নিউজ ডেস্ক: আশা কর্মীদের (Asha Workers) বিক্ষোভে উত্তাল সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মী (Asha Workers)  ইউনিয়ন মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু কয় আশাকর্মীদের। রাস্তায় শুয়ে পড়ে চলতে থাকে বিক্ষোভ, বিক্ষোভের মাঝে অসুস্থ হয়ে পড়েন মাধবী দাস নামে নদীয়ার একজন আশা কর্মী। জানা গিয়েছে, তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে। 

আশা কর্মীদের (Asha Workers)  অভিযোগ

আশা কর্মীরা (Asha Workers)  এদিন অভিযোগ করেন, তাঁরা বঞ্চনার শিকার। অবিলম্বে তাঁদের পেনশন এবং পিএফ চালু করতে হবে। তাঁদের আরও অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে দুর্নীতি করছে শাসক দল অথচ সেই ঘরের তালিকার ভেরিফিকেশন করতে পাঠানো হচ্ছে আশা কর্মীদের। রাজ্য জুড়ে হামলার শিকার হতে হচ্ছে তাঁদের। শাসক দলের দুর্নীতির খেসারত তাঁরা কেন দেবেন? এই প্রশ্নও তোলে এদিন আশা কর্মীরা। তাঁদের আরও দাবি, আশা কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দিতে হবে এবং কোনওভাবেই বিনা পারিশ্রমিকে কাজ করানো যাবেনা।

বিক্ষোভে যোগ দেওয়া আশা কর্মীরা (Asha Workers) কী বললেন

এক আশা কর্মী (Asha Workers)  বিক্ষোভ চলাকালীন বলেন, ‘আমাদের কাজ হল মা ও শিশুদের যত্ন নেওয়া। কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তার দায়িত্বও আমাদের দেওয়া হচ্ছে। এরসঙ্গে বিভিন্ন সরকারি কাজের সমীক্ষাও করতে হচ্ছে আমাদের। অথচ পারিশ্রমিক দেওয়া হচ্ছে না।’ 

অন্য একজন আশা কর্মী (Asha Workers)  বলেন, এই বাজারে ওই সামান্য ক’টা টাকায় কোনওভাবে সংসার চলছেনা।

প্রসঙ্গত, এর আগেও স্বাস্থ্য ভবনের কাছেই অবস্থানে বসেছিলেন আশাকর্মীরা (Asha Workers) । সেই আন্দোলনে মাঝরাতে পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে ধর্মতলা, শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দিয়ে গিয়েছিল।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

 



Tags:

Asha Workers


আরও খবর


ছবিতে খবর