Petrapole Border: পেট্রাপোল দিয়ে বাংলাদেশে কেন রফতানি বন্ধ করল ভারত?
পেট্রাপোল সীমান্ত (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: কোটা ইস্যুতে উত্তাল বাংলাদেশ (Bangladesh Protest)। বহু আন্দোলনকারীর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। জখমের সংখ্যাও বহু। নিখোঁজের তালিকায় আন্দোলনকারীর সংখ্যাও অনেক। শুক্রবার রাত থেকে বাংলাদেশে জারি করা হয়েছে কার্ফু। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এবার বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল পেট্রাপোল বন্দরেও (Petrapole Border)। শনিবার সকালের পর প্রতিবেশী দেশে রফতানি বন্ধ করা হয়েছে। আমদানিও চলছে ধীর গতিতে। এদিন সকালে শুধু বাংলাদেশে পেট্রাপোলের মাধ্যমে ৩৫ ট্রাক পণ্য রফতানি করা হয়েছে। তার পরেই বন্ধ করা হয়েছে রফতানি। আমদানি চলছে ধীর গতিতে।
পেট্রাপোল ক্লিয়ারিং ফরোয়ার্ডিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, "শনিবার সকালে রফতানি শুরু হওয়ার পরে ল্যান্ড পোর্ট অথরিটির (এলপিআই)-এর সঙ্গে কথা বলে রফতানি বন্ধ করা হয়েছে। পণ্য রফতানি করছিলাম। পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ (Bangladesh Protest) সীমান্তের লোকজনের সঙ্গে গাড়ি নিয়ে যোগাযোগ করছিলাম। কিন্তু, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি। এরফলে পণ্য কী ভাবে পাঠানো হবে, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়। তার পরেই এলপিআইয়ের সঙ্গে যোগাযোগ করি। এলপিআই আধিকারিক আধঘণ্টা রফতানি বন্ধ রাখার কথা বলেন প্রথমে। এরপর ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে তিনি পুরো রফতানি বন্ধ করার কথা বলেন। সেই মতো রফতানি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশে যে সব ভারতীয় চালক রয়েছেন, তাঁদের ফিরিয়ে আনারও ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আগের থেকে সামান্য বদলেছে। কিন্তু, এখনও উদ্বেগজনক। তাই বাণিজ্য আপাতত বন্ধ রাখা হচ্ছে। যদি বাংলাদেশ থেকে সরকারি ভাবে বার্তা পাই যে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তখন আবার চালু হবে রফতানি।"
আরও পড়ুন: ৬ মাস আত্মগোপনের ছক কষেছিলেন সোনারপুরের জামাল! অবশেষে গ্রেফতার
বাংলাদেশ (Bangladesh Protest) থেকে ভারতে আসা যাত্রীর সংখ্যাও কমেছে। এর প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়ে। যাত্রীদের যাতায়াতের জন্য পেট্রাপোলে (Petrapole Border) থাকে যানবাহন। যাত্রী না আসায় তাদের ব্যবসাও ধাক্কা খেয়েছে। স্থানীয় যানবাহনের ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। তাঁরা বলেন, "অন্য সময় সীমান্তে ভিড় লেগেই থাকে। এখন গোটা এলাকা খাঁ খাঁ করছে। চুপচাপ বসে আছি আমরা।"
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।