BSF: গেদে সীমান্তে বাড়ানো হল নিরাপত্তা, কী বলল বিএসএফ?
গেদে এলাকায় রেল লাইনে বাঁশ দিয়ে ব্যারিকেড দিল রেল (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধ রয়েছে ভারত এবং বাংলাদেশের রেলপথে যাতায়াতের একমাত্র ভরসা মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতিতে আবার কবে চালু হবে মৈত্রী এক্সপ্রেস, তা স্পষ্ট নয়। চরম সমস্যায় দুই দেশের নাগরিকরা। রেল পথে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশ যাওয়ার জন্য দুই দেশের তত্ত্বাবধানে চালু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস। মূলত কলকাতা থেকে রওনা দিত এই ট্রেন। নদিয়ার গেদে সীমান্ত হয়ে পৌঁছত বাংলাদেশে।
দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়। এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের ওপর অরাজনৈতিকভাবে নির্মম অত্যাচার করা হয়। মন্দির এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ভারতের জাতীয় পতাকা অবমাননা করার ছবি। যার আঁচ এসে পৌঁছায় ভারতে। বাংলাদেশের ঘটনা নিয়ে রীতিমতো নিন্দার ঝড় ওঠে ভারতে। বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনকে রাস্তায় নেমে প্রতিবাদ করতেও দেখা যায়। ভারতীয়দের দাবি, যারা ভারতের জাতীয় পতাকার অবমাননা করে সেই সমস্ত ভারতবিদ্বেষী বাংলাদেশিরা কীভাবে ভারতে এসে বিনা মূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারে। ভারত সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান সকলে। বিএসএফ সূত্রে খবর, বহুদিন ধরে রয়েছে এই মৈত্রী এক্সপ্রেস। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, যাতে তার মধ্যে নিরাপত্তা বজায় থাকে সেই কারণে রেললাইনের ওপর বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে রেল লাইন ধরে যাতে কেউ না আসতে পারে, তারজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।
আরও পড়ুন: ভীত বাংলাদেশ! ত্রিপুরার উপ-দূতাবাস বন্ধ করল ঢাকা, অমিল ভিসা পরিষেবা
গেদে সীমান্তবর্তী এলাকার (Bangladesh) বাসিন্দা সাধন মণ্ডল, কার্তিক চন্দ্র ঘোষদের দাবি, মৈত্রী এক্সপ্রেস বন্ধ হওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েছেন সীমান্তবর্তী এলাকার নাগরিকরাও। তারা বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে বিভিন্ন কাজে অনায়াসে রেলপথে যাতায়াত করতেন বাংলাদেশ থেকে ভারতে। কিন্তু মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই সমস্যা অনেকটাই বেড়েছে তাদের। তারাও চাইছেন বাংলাদেশের এই পরিস্থিতির যত দ্রুত সম্ভব সামাল দিক বাংলাদেশ প্রশাসন। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মিটে গিয়ে দুই দেশের আভ্যন্তরীণ আলোচনার মধ্য দিয়ে আবার কবে শুরু হয় ট্রেন পরিষেবা, তা নিয়েই দিন গুনছে সাধারণ মানুষ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।