img

Follow us on

Saturday, Jan 18, 2025

Panchayat Vote: প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহার! অভিযোগ ঘিরে হইচই রানিগঞ্জে

নিঃশব্দ সন্ত্রাস! প্রার্থীই জানেন না, নাম প্রত্যাহার হয়ে গেল!

img

রানিগঞ্জ বিডিও অফিস ( সংগৃহীত ছবি)

  2023-06-28 17:17:46

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এখনও পর্যন্ত সন্ত্রাসের বলি হয়েছে ১১টি তাজা প্রাণ। এবার প্রশাসনের মদতে শাসক দলের বিরুদ্ধে নিঃশব্দ সন্ত্রাসের অভিযোগ উঠল। প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ আসানসোলে। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রানিগঞ্জে।

ঠিক কী অভিযোগ? 

রানিগঞ্জ ব্লকের পঞ্চায়েত (Panchayat Vote) সমিতির ৬ নং আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন সিপিআই(এম) প্রার্থী বিকাশচন্দ্র মাজি। অভিযোগ, তিনি নিজে উপস্থিত ছিলেন না, তবুও তাঁর সই জাল করে প্রার্থীপদ প্রত‍্যাহার করানো হয়েছে। এই অভিযোগে বুধবার রানিগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন দফতর ঘেরাও করা হয় সিপিআই(এম)-এর পক্ষ থেকে।

কী বলছেন বিরোধী নেতৃত্ব? 

সিপিআই(এম) রানিগঞ্জের সম্পাদক সুপ্রিয় রায় বলেন, ‘‘বিকাশচন্দ্র মাজি কোনও ভাবেই সশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেননি। বিডিও বলছে, শেষ দিনে তা প্রত্যাহার হয়ে গেছে। যা এক আশ্চর্যজনক ঘটনা।’’ সিপিএম নেতৃত্বের অভিযোগ, এই ক্ষেত্রে প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত‍্যাহার করানো হয়েছে। জানা গিয়েছে, গত ২১ ও ২৬ জুন এই বিষয়ে রাজ‍্য নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তারা। কিন্তু বিষয়টির কোনও সুরাহা হয়নি। তাঁদের দাবি, বিডিওকেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তিনিও কোনও সদুত্তর দিতে পারেননি। প্রার্থীকে নির্বাচনে (Panchayat Vote) প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে অনড় তাঁরা। একই সঙ্গে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের শাস্তিরও দাবি জানায় সিপিএম। 

কী বলছেন বিডিও?

রানিগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা। আমি সমস্ত রকম তদন্ত করে দেখেছি। সমস্ত রকম প্রমাণ রয়েছে। ভিডিওগ্রাফিও রয়েছে। প্রার্থী নিজে সই করে প্রত্যাহার করেছে।’’

আরও পড়ুন: “পাকিস্তান, বাংলাদেশে তিন তালাক নেই কেন?” মধ্যপ্রদেশের জনসভায় প্রশ্ন প্রধানমন্ত্রীর

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

Tags:

Madhyom

bangla news

Bengali news

Panchayat vote

raniganj


আরও খবর


ছবিতে খবর