img

Follow us on

Saturday, Nov 23, 2024

Arpita Mukherjee: এবার ইডির নজরে অর্পিতার চিনার পার্ক ও নয়াবাদের ফ্ল্যাট! বাজেয়াপ্ত বেশ কিছু নথি

SSC Scam: গতকাল বিকেলের পর একসঙ্গে চারটি জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা...

img

পার্থ-অর্পিতা

  2022-07-29 10:37:06

মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি কাণ্ডের (SSC scam) তদন্তে টালিগঞ্জ ও বেলঘরিয়ার পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) চিনার পার্ক ও নয়াবাদের ফ্ল্যাটে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি। সেগুলি খতিয়ে দেখা হবে। 

সূত্রের খবর, গতকাল বিকেলের পর একসঙ্গে চারটি জায়গায় হানা দেন ইডি (ED) আধিকারিকরা। প্রায় ৫ ঘণ্টা ধরে পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে ইডেন রেসিডেন্সির ফ্ল্যাটে চলে তল্লাশি। রাত ১১টা নাগাদ শেষ হয় ইডি-র অভিযান। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে তদন্তকারী সংস্থা। আবাসনের এক কর্তা জানান, কয়েক বছর আগে এই ফ্ল্যাট কেনেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা, রাতে মাঝেমধ্যে ফ্ল্যাটে আসতেন অর্পিতা। যদিও, ফ্ল্যাটে কখনও পার্থ চট্টোপাধ্যায়কে আসতে দেখা যায়নি বলে দাবি ওই ব্যক্তির।

আরও পড়ুন: অর্পিতার ২ ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৫০ কোটি! এটাই কি ইডি-র সর্বকালীন রেকর্ড?

অন্যদিকে, ইডি জানতে পারে যে চিনার পার্কের ন’পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা। সেখানেও পৌঁছে যায় তদন্তকারী সংস্থা। ওই আবাসনের এক কর্মীর দাবি, ২০২০-র সেপ্টেম্বর থেকে অর্পিতা একটি ফ্ল্যাটের মালিক। চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে ৩৮ হাজার টাকা। আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় একবার মাত্র এসেছিলেন বলে দাবি আবাসন কর্তৃপক্ষের।

পাশাপাশি, গতকালই বেলঘরিয়ার ক্লাবটাউনের ২ নম্বর ব্লকের ন'তলায় এইচ-সি ফ্ল্যাটেও হানা দেন ইডি অফিসাররা। জানা গিয়েছে, অসীম সরকারের নামে বুক রয়েছে এই ফ্ল্যাটটি। যদিও ইডি সূত্রের দাবি, ফ্ল্যাটের যোগসূত্র পাওয়া গেছে অর্পিতার সঙ্গে। এর আগে, এই আবাসনের ৫ নম্বর ব্লকের ফ্ল্যাট থেকেই গত পরশু ২৮ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার রথতলার ওই ফ্ল্যাটে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি মিলেছে বলে দাবি ইডি সূত্রের।

আরও পড়ুন: তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামল বিজেপি

Tags:

Partha Chatterjee

West Bengal news

Kolkata news

Enforcement Directorate

ED

SSC Recruitment

Teacher Recruitment scam

School Service Commission

ssc scam

Bengal Minister Partha

Arpita Mukherjee Belghoria flat

Arpita Belghoria flat cash recovered

Partha Chatterjee Arpita Mukherjee properties ED raid


আরও খবর


ছবিতে খবর