SSC Scam: শারীরিক না মানসিক— ঠিক কী সমস্যায় ভুগছেন পার্থ?
পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) দেখতে শুক্রবার প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) পৌঁছল এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) মেডিক্যাল টিম। দলে ছিলেন কার্ডিওলজি, মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়াও টিমে রয়েছেন ৬ মেডিক্যাল স্টাফ। পার্থ চট্টোপাধ্যায়কে শেখানো হয় বিশেষ ব্যায়াম।
এসএসসি কাণ্ডে (SSC scam) পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) গত ২৩ জুলাই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এসএসকেএম হাসপাতালে ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, আদালতে ইডি দাবি করে, হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ। ইডি (ED) আরও জানায়, হাসপাতালে তাদের সঙ্গে ডনের মতো আচরণ করছেন পার্থ।
আরও পড়ুন: এক এক করে আপনাদের হাতও ছাড়বেন মমতা, কার উদ্দেশ্যে বললেন মালব্য?
এরপর আদালতের নির্দেশে পার্থকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর এইমস (AIIMS Bhubaneswar) হাসপাতালে। ভুবনেশ্বর এইমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, পার্থকে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়নি। ওনার শ্বাস–প্রশ্বাসে সামান্য সমস্যা রয়েছে। আর কিডনিতে ক্রনিক কিছু সমস্যা রয়েছে। শরীরের ওজনও বেশি। এমনকী তাঁকে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছিল। তারপর জেলেই কাটছিল পার্থের দিন। হঠাৎই তাঁকে জেলের হাসপাতালে রাখা হয়।
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, জেল হাসপাতালে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না। বিষয়টি আইনজীবীকেও জানান পার্থ। জেল সুপারকে দেওয়া রিপোর্টে জেলের চিকিৎসক দাবি করেন, পার্থর যে সমস্যা রয়েছে, তাঁর চিকিৎসা জেলের চিকিৎসককে দিয়ে সম্ভব নয়। সেই রিপোর্ট কারা দফতর ঘুরে যায় নবান্নে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। তাঁর নির্দেশেই এদিন পার্থকে দেখতে প্রেসিডেন্সি জেলে যায় ৮ জনের চিকিৎসক দল।
আরও পড়ুন: 'টাকা মাটি মাটি টাকা'! সেলে পার্থর হাতে কথামৃত! ফিরবে চৈতন্য?
প্রায় ২ সপ্তাহ ধরে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ। সেখানে তিনি কী করছেন কী খাচ্ছেন, সেই খবর সূত্র মারফৎ সংবাদমাধ্যমের হাতে এসে পৌঁছচ্ছে। তেমনভাবেই জানা গিয়েছিল, চিকিৎসকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সম্প্রতি তিনি তেলেভাজা খাচ্ছিলেন। জেলের ক্যান্টিন থেকে দেদার চপ-বেগুনি খান। প্রশ্ন হচ্ছে, এই সব খেয়েই কি অসুস্থ হয়েছেন পার্থ? জেলের আরেক সূত্রের মতে, গরুপাচার কাণ্ডে অনুব্রতর (Anubrata Mondal) গ্রেফতার হওয়ার খবরেও নাকি বেশ মুষড়ে পড়েন পার্থ। তাহলে তাঁর এই সমস্যা কি মানসিক?
জেল সূত্রে এও জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে পা ও পিঠের ব্যথা বেশ ভোগাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। তা থেকে সুরাহা কীভাবে মিলবে, সেটা বোঝাতে এদিন তাঁকে বিশেষ ব্যায়াম দেখান চিকিৎসকরা। পাশাপাশি শোওয়ার ধরন বদলানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে, যাতে কমে পিঠের ব্যথা।