মাধ্যম নিউজ ডেস্ক: এক লাফে তাপমাত্রায় পতন হল ৬ ডিগ্রি। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ (Kolkata Weather)। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা ছিল। কিন্তু বেলা বাড়তেই গায়েব কুয়াশা। দেখা মিলল পরিষ্কার আকাশের।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা (Kolkata Weather) ফের বাড়তে পারে। ফলে বর্ষবরণে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত পড়বে না। প্রসঙ্গত, বড়দিনেও শীতের আমেজ থেকে বঞ্চিত থেকেছে রাজ্যবাসী। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।
আরও পড়ুন: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত
সম্প্রতি কয়েকদিন কেমন ছিল কলকাতার তাপমাত্রা?
২২ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
২৩ ডিসেম্বর ১৪.৬ ডিগ্রি,
২৪ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
২৫ ডিসেম্বর ১৭.২ ডিগ্রি,
২৬ ডিসেম্বর ২০.৩ ডিগ্রি,
২৭ ডিসেম্বর ২০.৭ ডিগ্রি (উষ্ণতম),
২৮ ডিসেম্বর ২০.৬ ডিগ্রি,
২৯ ডিসেম্বর ১৪.৪ ডিগ্রি
শীতে কাঁপছে উত্তর এবং পশ্চিম ভারত। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে চণ্ডীগড়-সহ একাধিক শহরে (Kolkata Weather)। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই কনকনে হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরতেই ফিরেছে শীত। বিহার এবং ঝাড়খণ্ডে তীব্র শীত। তাই এই রাজ্যের পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গের সমতলের বিহার লাগোয়া জেলাতেও শীতের কামড় অনুভূত হচ্ছে। মেঘমুক্ত পরিস্কার আকাশ রয়েছে এখানে। জলীয় বাষ্পের দেওয়াল সরার ফলে শুষ্কতার অনুভূতি মিলছে। দক্ষিণবঙ্গে আপাতত ৪ থেকে ৫ দিন থাকবে শুষ্ক ও পরিচ্ছন্ন আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের পরিমান বেড়ে যাওয়ায় এবং উত্তর পশ্চিমী শীতল বায়ু দুর্বল পড়ার কারণে কয়েকদিন ধরে বেড়ে যায় তাপমাত্রা।
+ There are no comments
Add yours