img

Follow us on

Friday, Nov 22, 2024

Weather Update: রেকর্ড পারদ-পতন কলকাতায়! অক্টোবরেই তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে

এখনই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে।

img

কলকাতায় গঙ্গার ধারে।

  2022-10-29 15:39:38

মাধ্যম নিউজ ডেস্ক: বইছে উত্তুরে হাওয়া। হিমেল পরশে হেমন্তের শুরু বুঝতে পারছে শহরবাসী। কালীপুজোর পরই আবহাওয়ায় পরিবর্তন ঘটেছে। রাতের তাপমাত্রা চার ডিগ্রি কমেছে কলকাতায়। সকাল সন্ধ্যায় জেলায় শীতের আমেজ দেখা দিয়েছে। জানা গিয়েছে নভেম্বরের মাঝামাঝি দিনভর শীতের আমেজ থাকবে কলকাতা-সহ সব জেলাতে। অক্টোবরের শেষেই কলকাতায় পারদ নেমেছে ২০ ডিগ্রির নীচে। 

আরও পড়ুন: ৫০% হয়ে গিয়েছে মন্দির নির্মাণের কাজ, পরের বছর জানুয়ারিতেই ভক্তদের জন্যে খুলে দেওয়া হবে রাম মন্দির

শুক্রবার শহরে তাপমাত্রা ছিল ১৯  দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। সূর্যের তেজ তেমন অনুভব করবেন না শহরবাসী।  এর আগে ২০১২-র অক্টোবরে কুড়ি ডিগ্রির নীচে নেমেছিল পারদ। বহু বছর আগে ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৮ সালে ২৭ অক্টোবর কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সে বছর পারদ নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে। গত ১০ বছরে এদিনের পারদ পতন ছিল রেকর্ড। 

আরও পড়ুন: অর্থায়নের কারণেই বাড়বাড়ন্ত সন্ত্রাসবাদের, রাষ্ট্রসংঘের বৈঠকে বললেন এস জয়শঙ্কর

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বরের শুরুতেই রাজ্যে শুরু হবে হালকা শীতের আমেজ। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। রাতের দিকে কুয়াশা পড়বে। ভোরবেলাও থাকবে কুয়াশার দাপট।  কালীপুজোর পর থেকেই দিনভর শীতের আমেজ না থাকলেও সন্ধে পড়তেই ফিরছে শিরশিরে ঠান্ডা। ভোরের দিকে তাপমাত্রার পারদ নামছে (Weather Update)। বলা যা, এবারের মতো বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। এখনই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নামবে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

weather-update

weather-update-kolkata

coldest-october in Kolkata

coldest october in Bengal


আরও খবর


ছবিতে খবর