img

Follow us on

Sunday, Jan 19, 2025

Bhatpara: ভাটপাড়া থেকে উদ্ধার অসংখ্য বোমা, ম্যাটাডোরে তুলে নিয়ে গেল পুলিশ

ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার থেকে ১৫০ কৌটো বোমা উদ্ধার হয়।

img

ভাটপাড়া

  2023-01-21 14:01:54

মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় শতাধিক বোমা উদ্ধার হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara) থেকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোমাগুলিকে ম্যাটাডোরে করে নিয়ে যাওয়া হয়। কারা এই বোমা রেখে গেল তা খতিয়ে দেখতে চায় পুলিশ।

কী জানা গেল?  

জানা গিয়েছে, ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াবাজার থেকে ১৫০ কৌটো বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার গোপন সূত্র মারফৎ খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় ভাটপাড়া থানার পুলিশ। নয়াবাজারের এক মাঠের গর্তের ভিতর থেকে উদ্ধার হয় বোমাগুলি। খবর পেয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এরপরেই ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মীরা। সঙ্গে সঙ্গে এলাকাটি ফাঁকা করে ঘিরে ফেলা হয়। এর পর বোমাগুলি ব্যাগে রেখে তা তোলা হয় ম্যাটাডরে। বম্ব স্কোয়াডের কর্মীরা বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে পুলিশ।  

এই ঘটনার জেরে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। আশেপাশের এলাকাতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে কারা বা কী উদ্দেশ্যে বোমাগুলি ওইখানে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগেও একাধিক বার বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে ভাটপাড়ায় (Bhatpara)।

আরও পড়ুন: ফের মস্কো থেকে গোয়ামুখী বিমানে বোমাতঙ্ক, রুট বদলে উজবেকিস্তানে জরুরি ল্যান্ডিং

গত বছরের অক্টোবর মাসেও ভাটপাড়া (Bhatpara) থেকে তাজা বোমা উদ্ধার হয়। রিলায়েন্স জুটমিল শ্রমিক লাইন থেকে সেই বোমাগুলি উদ্ধার হয়। তার কিছুদিন আগে বোমা ফেটে এক কিশোরের মৃত্যুর ঘটনাও ঘটে ভাটপাড়াতে। ভাটপাড়া ২৮ নম্বর রেলগেটের কাছে রেললাইনের দু’টি বোমা রাখা ছিল। তিনজন কিশোর সেটিকে বল ভেবে খেলতে শুরু করে। এরপরই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। একজনের মৃত্যু হয়। জখম হয় দুজন। মৃত বালকের নাম নিখিল পাসোয়ান। রেল গেটের পাশেই দুষ্কৃতীরা বোমা রেখে যায় বলে অভিযোগ। সেটিকেই এলাকার তিন বালক বল ভেবে ভুল করে। তা নিয়ে খেলতে গিয়েই ঘটে বিপত্তি। ছুড়ে মারতে সজোরে ফেটে যায় বোমা। এই ঘটনা রেস কাটেনি এখনও। তারই মাঝে আবার বোমা উদ্ধারের ঘটনায় আবারও এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উস্কে দিল। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

 

Tags:

bomb

bhatpara


আরও খবর


ছবিতে খবর