img

Follow us on

Sunday, Jan 19, 2025

Cbi on Bhadu Sheikh murder: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হন ভাদু শেখ, বলছে সিবিআই রিপোর্ট

বখরার টাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর অশান্তির (TMC inner clash) জেরেই ঘটে বগটুইকাণ্ড (Bagtui incident)। সেই কারণে ভাদু শেখ খুনেও  সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

img

বগটুইকাণ্ডের তদন্ত করছে সিবিআই। প্রতীকী চিত্র।

  2022-04-12 17:50:32

কলকাতা: বখরার টাকার ভাগ বাঁটোয়ারার পরিণতিতেই বগটুইয়ের(bogtui) ঘটনা ঘটেছিল। সিবিআইয়ের (CBI) প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর অন্তত এমনই মনে করছে কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। সেই কারণেই স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনেও (bhadu sheikh murder) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

২১ মার্চ রাত সাড়ে ৮টা নাগাদ খুন হন রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু শেখ। এর ঘণ্টা দুয়েক পরেই বগটুই গ্রামে কার্যত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। জীবন্ত পুড়িয়ে মারা হয় ৯ জনকে। ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার (West Bengal government)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নির্দেশে তারাপীঠ থেকে সিট গ্রেফতার করে তৃণমূলের তৎকালীন ব্লক সভাপতি আনারুল হোসেনকে (Anarul Hossain)। যদিও আনারুলের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশে আত্মসমর্পণ করেছেন তিনি।

বগটুইকাণ্ডের তদন্তে সিবিআই দাবি করেন বিরোধীরা। স্বতঃপ্রণোদিত হয়ে সিবিআই তদন্তের (CBI investigation) নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টও। ৮ এপ্রিল সিবিআই প্রাথমিক রিপোর্ট দেয়। সেই রিপোর্ট থেকেই জানা যায়, তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়ার জেরে ঘটে বগটুইয়ের ঘটনা। ওই রাতে ভাদু শেখ খুনের পরেই শুরু হয় বদলা নেওয়ার পালা। যার জেরে জীবন্ত দগ্ধ হয়ে লাশ হয়ে যান ৯ জন। এর পরেই ভাদু শেখ খুনেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ভাদু শেখ খুনের নেপথ্যে যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বখরা সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে, তা সাফ জানিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। একই দাবি জানিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন সিবিআইয়ের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট পেয়ে আদালতও মনে করছে, বখরা সংক্রান্ত গন্ডগোলের জেরেই বগটুইকাণ্ড। সেই কারণেই ভাদু শেখ খুনেও সিবিআই তদন্তের নির্দেশ।

Tags:

Calcutta High court

bagtui incident

cbi

bhadu sheikh murder

Birbhum

West Bengal news