img

Follow us on

Thursday, Nov 21, 2024

BJP: ১৩ নভেম্বর রাজ্যে উপনির্বাচন, প্রথম দল হিসেবে ৬ কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি

West Bengal: আরজি কর ইস্যুতে মমতার বিরুদ্ধে ক্ষোভ চরমে, উত্তাল বাংলা, সব চেয়ে আগে প্রার্থী ঘোষণা করে মাস্টারস্ট্রোক বিজেপির

img

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)।

  2024-10-20 08:28:41

মাধ্যম নিউজ ডেস্ক: উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় শাসক দল তৃণমূলকে টেক্কা দিল বিজেপি (BJP)। শনিবার রাতেই রাজ্যের ছয় আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে গেরুয়া শিবির (BJP)। অনেকের মতে, রাজ্যে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে, আরজি কর ইস্যুতে উত্তাল হয়েছে বাংলা-এই আবহে সব চেয়ে আগে প্রার্থী ঘোষণা করে প্রচারে ঝড় তুলতে চাইছে বিজেপি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এই ৬ আসনে ১৩ নভেম্বর ভোটগ্রহণ হবে। সর্বত্রই গণনা হবে ২৩ নভেম্বর।

বিজেপির (BJP) প্রার্থী তালিকা

কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী হয়েছেন দীপককুমার রায়। মাদারিহাট কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী রাহুল লোহার। নৈহাটিতে প্রার্থী করা হয়েছে রূপক মিত্রকে। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল দাস। মেদিনীপুরে বিজেপির (BJP) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুভজিৎ রায়। তালড্যাংরা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অনন্যা রায় চক্রবর্তীকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলা নেতৃত্ব যে নাম পাঠায়, তাতেই অনুমোদন দেয় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। স্থানীয় ভূমিপুত্র বা ভূমিকন্যাদেরই প্রার্থী করা (West Bengal) হয়েছে।

আরও পড়ুন: মিলবে একাধিক সুবিধা থেকে পৌরাণিক জ্ঞান, জানুন মহাকুম্ভের ৩০ রত্নদ্বার সম্পর্কে

৬ কেন্দ্রের বিধায়করা সাংসদ হন

প্রসঙ্গত, মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা সাংসদ হওয়ায় সেই আসনে ভোটগ্রহণ হবে। অন্যদিকে, কোচবিহারের সিতাই আসন ছেড়ে তৃণমূলের সাংসদ হয়েছেন জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া, সেখানেও ভোট হচ্ছে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বর্তমানে বারাকপুরের সাংসদ হয়েছেন। মেদিনীপুর এবং তালড্যাংড়া আসন এখনও শূন্য রয়েছে (West Bengal) যথাক্রমে জুন মালিয়া এবং অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ায়। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। এর মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতেও তাই উপনির্বাচন হচ্ছে। তবে বসিরহাট লোকসভা আসনে এখনই (BJP) ভোটগ্রহণ হচ্ছে না।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bjp

Madhyom

West Bengal

bangla news

Bengali news

West Bengal Bye Election


আরও খবর


ছবিতে খবর