Amit Malviya: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে অমিত মালব্য লেখেন...
অমিত মালব্য (ফাইল চিত্র)
মাধ্য়ম নিউজ ডেস্ক: রাজ্যে নারী সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি। বিরোধী দলের মতে, যখন মুখ্যমন্ত্রী নিজে "খুনী ও ধর্ষকদের রক্ষা" করছেন, তখন মহিলাদের আর কী-ই বা আশা থাকতে পারে!
রাজ্য বিজেপির যুগ্ম-দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য জানান, হাঁসখালি কিশোরী নির্যাতিতার চরিত্রহনন করার পর মুখ্যমন্ত্রী এখন বিষয়টিকে "আত্মহত্যা" বলে উল্লেখ করছেন। টুইটারে মালব্য লেখেন, "হাঁসখালি নির্যাতিতার চরিত্রহনন করার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘটনাটিকে "আত্মহত্যা" বলে উল্লেখ করছেন। হত্যা করার আগে কিশোরীকে যে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল, তা তিনি অস্বীকার করছেন। যখন মুখ্যমন্ত্রী নিজে "খুনী ও ধর্ষকদের রক্ষা" করছেন, তখন মহিলাদের আর কী-ই বা আশা থাকতে পারে!"
After character assassinating the Hanskhali minor, Mamata Banerjee has now called it a “suicide”, completely denying that she was brutally raped, before being murdered. What hope do women and minor girls have in Bengal, when the CM herself starts protecting rapists and murderers?
— Amit Malviya (@amitmalviya) April 28, 2022
">
হাঁসখালি কাণ্ডে একটি পাঁচ সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। ওই কমিটির দায়িত্ব ছিল কিশোরী নির্যাতিতার ধর্ষণ ও খুন সম্পর্কিত বিস্তারিত তথ্য খুঁজে বের করা। গত ২১ এপ্রিল ওই কমিটি তার রিপোর্টে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে এরাজ্যে ৩৫৫ ও ৩৫৬ ধারা জারি করার সুপারিশ করে।
ওই কমিটি তার রিপোর্টে উল্লেখ করে, "মুখ্যমন্ত্রী ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রশাসন ও শাসক দলের গুন্ডারা সব প্রমাণ নষ্ট করে ফেলেছে। না ময়নাতদন্ত করতে দেওয়া হয়েছে, না ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।" শুধু তাই নয়, কমিটি সুপারিশ করে, এই মামলার শুনানি যাতে অন্য রাজ্যে স্থানান্তরিত করা হয়, যাতে নির্যাতিতার পরিবার সুবিচার পায়। প্রসঙ্গত, হাঁসখালি ধর্ষণকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'নির্যাতিতা কিশোরী (যার পরে মৃত্যু হয়) এবং অভিযুক্তের মধ্যে "লাভ অ্যাফেয়ার্স" ছিল। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে জোর বিতর্কের সৃষ্টি হয়।
এর আগেও আপরেকটি টুইটেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ করেছিলেন মালব্য। তিনি লিখেছিলেন, "পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার ভগ্ন পরিস্থিতিকে রক্ষা করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ২ মে-র পর পশ্চিমবঙ্গে যে ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘন, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুট, ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনিই দায়ী।"
Mamata Banerjee is sounding nervous while defending the abysmal track record of law and order in Bengal. As Home Minister of the state she is responsible for the massive human rights violations, murders, rapes, arson, loot, vandalism which occurred post 2May2021 and continues…
— Amit Malviya (@amitmalviya) April 27, 2022
">