img

Follow us on

Monday, Jun 24, 2024

BJP Central Team: বাংলায় ভোট-পরবর্তী হিংসা, চার সাংসদের কেন্দ্রীয় দল পাঠাচ্ছে বিজেপি

Post-Poll Violence: ভোট-পরবর্তী কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি সারা দেশে, হয়েছে শুধুমাত্র বাংলায়, দাবি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

img

জেপি নাড্ডা ও বিপ্লব দেব (সংগৃহীত ছবি)

  2024-06-15 16:13:54

মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট-সন্ত্রাস হয়েছে শুধুমাত্র একটি রাজ্যে এবং তা হল পশ্চিমবঙ্গ। এমনই অভিযোগ কেন্দ্রীয় বিজেপির (BJP Central Team)। প্রসঙ্গত, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রতিটি জেলাতেই বিজেপির পার্টি অফিসে ঢুকে হামলা বা বাড়ি ভাঙচুর, মহিলাদের ওপর অত্যাচারের নানা ঘটনা সামনে এসেছে। ২০২৪ সালের লোকসভার ভোট পরবর্তী সন্ত্রাসের (Post-Poll Violence) অভিযোগ রাজ্যপালের কাছে জানাতে গেলে রাজ্য পুলিশ বাধা দেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঠিক এই আবহে রাজ্যে ভোট পরবর্তী হিংসার খোঁজখবর নিতে পা রাখতে চলেছে বিজেপির চার সাংসদের কেন্দ্রীয় দল। যার আহ্বায়ক ত্রিপুরার বিপ্লব দেব।

কেন্দ্রীয় প্রতিনিধি দলে কারা রয়েছেন? 

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব ছাড়াও দলে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদার। বিজেপির তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই চার সদস্যের কেন্দ্রীয় দল (BJP Central Team) পশ্চিমবঙ্গে গিয়ে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে (Post-Poll Violence)।

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ছায়া দেখা যাচ্ছে 

বিজেপির অভিযোগ, ‘‘লোকসভা ভোটের পরে রাজ্যে যে ভোট পরবর্তী হিংসা (Post-Poll Violence) চলছে, তাতে ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ছায়া দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। অথচ তাঁরই দলের দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী এবং ভোটারদের উপর হামলা চালিয়ে যাচ্ছে।’’ বিজেপির ওই প্রেস বিবৃতিতে আরও লেখা রয়েছে, ‘‘গোটা দেশে এ বার লোকসভা ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবে। ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা ভোট ছাড়াও চার রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। তার মধ্যে কয়েকটিতে ক্ষমতার বদলও হয়েছে। কোথাও কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি (BJP Central Team)। হয়েছে শুধুমাত্র বাংলায়।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

West Bengal Post poll violence

bjp central team

Lok sabha Vote 2024


আরও খবর


ছবিতে খবর