img

Follow us on

Sunday, Jan 19, 2025

Calcutta High Court: রাজ্যের বিরুদ্ধে ২.২৯ লক্ষ কোটি টাকার খরচের হিসাবে গরমিলের অভিযোগ তুলে হাইকোর্টে বিজেপি নেতা

কিছুদিন আগে কেন্দ্রের আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ।

img

কলকাতা হাইকোর্ট

  2023-01-24 00:26:15

মাধ্যম নিউজ ডেস্ক: এবার ২.২৯ লক্ষ কোটি টাকার খরচের হিসেবে গরমিলের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।  অভিযোগ, কেন্দ্র থেকে পাওয়া এই টাকার সঠিক হিসেব দিতে পারেনি রাজ্য সরকার। পৌর ও নগরোন্নয়ন, শিক্ষা এবং পঞ্চায়েত দফতরের হিসেবে গরমিলের অভিযোগে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হল। সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। মামলাকারীর অভিযোগ, ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই ২.২৯ লক্ষ কোটি টাকা খরচের। রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। ২০২১ সালে যে ক্যাগ (CAG) রিপোর্টে পাওয়া গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে এই খরচের কোনও ইউটিলাইশেন সার্টিফিকেট নেই। অর্থাৎ কোথায় কোন খাতে কত টাকা খরচ হয়েছে তার কোনও তথ্য নেই। এই ক্যাগ রিপোর্টের সূত্র ধরেই মামলা দায়ের হয়েছে। 

আরও পড়ুন: পুলওয়ামা নিয়ে বেফাঁস মন্তব্য করায় দিগ্বিজয়কে থামালেন জয়রাম রমেশ   

প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রের আবাস যোজনার টাকায় দুর্নীতির অভিযোগে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সাধারণ মানুষ। আদালতে (Calcutta High Court) এই বিষয়ক একাধিক মামলা বিচারাধীন রয়েছে। রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আবাস যোজনার টাকা শাসক দল নিজেদের পছন্দের ব্যাক্তিদের পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ এই প্রথম না। এর আগেও রাজ্যে কেন্দ্রীয় বরাদ্দ ঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই এই বিষয়ে সরব হয়েছেন। এবার হিসেবের গড়মিল নিয়ে মামলা দায়ের করা হল। আদালত (Calcutta High Court) সূত্রে খবর, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    
 

 

Tags:

Calcutta High court

BJP LEADER


আরও খবর


ছবিতে খবর