East Medinipur: পঞ্চায়েত ভোটের আগেই উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার ময়না
আক্রান্ত বিজেপি কর্মী (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা এলাকা। বিজেপির (BJP) সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা ছড়াল ময়নার হরিদাসপুর গ্রামের পাখিরাপাড়া এলাকায়। সংঘর্ষে দুই দলের ৬ জন জখম হয়েছেন। তাঁরা ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
ঠিক কী ঘটেছিল?
বুধবার ময়নার হরিদাসপুর এলাকায় তৃণমূলের একটি সভা হয়। সেখান থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। এমনকী মারধর করা হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। মিটিং শেষ হওয়ার পরই বৃহস্পতিবার তৃণমূলের লোকজন বিজেপি (BJP) কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনই দাবি বিজেপি কর্মী লক্ষ্মী পাখিরার। তিনি আরও বলেন, আমরা বিজেপি করি, এটাই আমাদের অপরাধ। তাই, বিনা কারণে আমাদের উপর হামলা চালানো হয়েছে। বঁটি দিয়ে আমাদের বাড়ির লোকজনকে ওরা কুপিয়েছে। অন্যদিকে, তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ঢালাই রাস্তায় বেড়া দিয়ে অবরোধ করেছিল বিজেপি। তার প্রতিবাদ করতেই তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপির লোকজন। তাতেই দুপক্ষের মধ্যে বচসা বাধে। পরে, তা সংঘর্ষের আকার নেয়। তাতে বেশ কয়েকজন জখম হয়েছে। তৃণমূল কর্মী মিঠুন পাখিরা বলেন, বাড়ির বাইরে গণ্ডগোল হচ্ছিল। আমি প্রথমে যেতে চাইনি। কারণ, বিজেপি কর্মীরা কয়েকদিন ধরেই পায়ে পা লাগিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিল। সেই প্ররোচনায় আমি পা দিতে চাইনি। কিন্তু, আমার ভাই তৃণমূল করে বলে ওকে বেধড়ক মারধর করে। আমরা বাঁচাতে গেলে বিজেপি কর্মীরা আমাদের উপর চড়াও হয়।
কী বললেন তৃণমূল নেতৃত্ব?
তৃণমূল নেতা তথা ময়নার পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা বলেন, শুভেন্দু অধিকারী বাকচায় আসার পর থেকে বিজেপি (BJP) কর্মীরা আমাদের কর্মীদের গালিগালাজ করছে। গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। বুধবারও বিজেপি কর্মীরা আমাদের উপর হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। এখন ওরা নিজেরা হাত, পা ছিঁড়ে আমাদের নামে বদনাম দিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
কী বললেন বিজেপি (BJP) বিধায়ক?
বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দা বলেন, সুদর্শন জানা, মৃণাল সামন্ত বুথে মিটিং করে প্রকাশ্যে আমাদের কর্মীদের হামলা করার হুমকি দিয়ে যান। এরপরই তৃণমূল কর্মীরা আমাদের উপর চড়াও হয়। এলাকার মানুষ হামলা প্রতিহত করেন। তাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। উস্কানিমূলক মন্তব্যের জন্য সুদর্শন জানা, মৃণাল সামন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে স্থানীয় নেতৃত্বকে বলা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: