img

Follow us on

Monday, Nov 25, 2024

Nandigram Co-operative Polls: ভেকুটিয়া সমবায় সমিতিতে গেরুয়া ঝড়! জানেন পঞ্চায়েত নির্বাচনে কী লক্ষ্য বিজেপির?

বিজেপির শক্ত ঘাঁটি  ভেকুটিয়া। এখানকার সমবায় সমিতির নির্বাচনে ১২ টি আসনের মধ্যে ১১ টি দখল করে গেরুয়া শিবির। 

img

প্রতীকী ছবি।

  2022-09-19 10:51:13

মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ (Nandigram) ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে (Cooperative Election) নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা পেল বিজেপি (BJP)৷ দীর্ঘ দিন ধরে তৃণমূলের (TMC) হাতে ছিল ভেকুটিয়া সমবায় সমিতি। রবিবার এই সমবায় সমিতি দখল করে বিজেপি (BJP)। ১২ টি আসনের মধ্যে ১১ টি দখল করে গেরুয়া শিবির। 

আরও পড়ুন: পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা! কালই তৈরি হতে পারে নিম্নচাপ

স্থানীয় সূত্রে খবর, রবিরার সকাল থেকে এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছিল এলাকায়। দফায় দফায় সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি ৷ পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে বচসা ও ধ্বস্তাধস্তি। বহিরাগতদের এনে ভোট করানোর অভিযোগ তোলে দুই পক্ষই। রবিবার বিকেলে ফল ঘোষণা হতেই দেখা যায়, গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে তৃণমূল। বিজেপি দাবি করে, রাজ্যের যেখানেই মানুষ ভোট দিতে পারবে সেখানেই ছবিটা এই থাকবে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ ভোটে ব্যপক কারচুপি করেছে বিজেপি।

আরও পড়ুন: ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধ চুরি হয় হাসপাতাল থেকে, ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি  ভেকুটিয়া। এখানে প্রায় ছ’হাজার ভোটে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পিছিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, গত মাসে নন্দীগ্রাম এবং কাঁথি সমবায় ভোটে তৃণমূল কংগ্রেসের কাছে হার মেনেছিল বিজেপি। নন্দীগ্রাম সমবায় ভোটে ৫২ টি আসনের মধ্যে ৫১ টি নিজেদের দখলে নিয়েছিল তৃণমূল। অপর একটি আসন যায় সিপিএমের দখলে। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় জনতা পার্টি। এই জয়ে উচ্ছ্বসিত দলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ তাঁদের দাবি,আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই ব্লকে ভালো ফল করবে বিজেপি ৷ স্থানীয় নেতৃত্বের কথায়, আগামী নির্বাচনে ১০ টি পঞ্চায়েতই দখলের লক্ষ্যমাত্রা নিয়ে লড়াই করবে বিজেপি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

bjp

tmc

BJP win in Nandigram Bhekutia cooperative society election

TMC losses in Bhekutia cooperative


আরও খবর


ছবিতে খবর