BJP: ময়নায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা, আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
আগুনে পুড়ে যাওয়ার পর বিজেপি কর্মীর বাড়ি (নিজস্ব চিত্র)
মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করাটাই কি অপরাধ? বিজেপি করার অপরাধে পূর্ব মেদিনীপুরের ময়নার খিদিরপুর গ্রামে বিজেপি (BJP) কর্মী মোহন দাসের বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নার খিদিরপুর গ্রামে মোহন দাস বিজেপির (BJP) সক্রিয় কর্মী। নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করছেন। শাসক দলের নেতারা তাঁর এই ভূমিকা মেনে নিতে পারেননি। এর আগেও তিনি শাসক দলের নেতা-কর্মীদের চোখ রাঙানির মুখে পড়েছেন। তবে, তিনি থেমে থাকেননি। সোমবার রাতের অন্ধকারে বিজেপির ওই কর্মীর বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সময় মোহনবাবু দলীয় কাজে বাইরে ছিলেন। বাড়িতে তাঁর স্ত্রী শিবানী দাস দুই শিশুকে নিয়ে ঘরের মধ্যে শুয়েছিলেন। রাত ১১ টা নাগাদ একদল দুষ্কৃতী এসে আচমকা তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। আতঙ্কে চিৎকার করে ওঠেন বিজেপি কর্মীর স্ত্রী। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি আশিস মণ্ডল বলেন, মোহন আমাদের দলের সক্রিয় কর্মী। বাকচা দখলের জন্যই তৃণমূল মরিয়া চেষ্টা চালাচ্ছে। আমাদের দলীয় কর্মীর বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তৃণমূল।
স্থানীয় তৃণমূল নেতা রাজীব বাছাড়ি বলেন, এই এলাকায় তৃণমূলের ভাল সংগঠন নেই। আমরা খিদিরপুর এলাকায় সোমবারই প্রচার করেছি। বিজেপি (BJP) আমাদের দলীয় পতাকা সব খুলে ফেলে দিয়েছে। ওরা এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। আর নিজেরা বাড়িতে আগুন লাগিয়ে আমাদের নামে বদনাম দিচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।