img

Follow us on

Sunday, Jan 19, 2025

South 24 Parganas: বাড়িতে বোমা মজুত! বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল

দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল নেতা আসাদুল খানের বাড়িতে বিস্ফোরণ

img

বিস্ফোরণস্থল (নিজস্ব ছবি)

  2023-07-31 19:47:18

মাধ্যম নিউজ ডেস্ক: জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পঞ্চায়েত ভোটের ঘোষণা হতেই সন্ত্রাসের বধ্যভূমি হয়ে ওঠে বাংলা। ভোটের রেজাল্ট বের হয়ে গেলেও তার রেশ চলছেই। এখনও রাজ্যের বহু প্রান্তে বিজেপির কর্মী-সমর্থকরা ঘরছাড়া হয়ে রয়েছেন। দিকে দিকে চলছে ব্যালট, বোমা উদ্ধার। ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Parganas)। রবিবার কাকদ্বীপের নেতাজি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটে। 

রবিবার বিকালে বোমা বিস্ফোরণ তৃণমূল কর্মীর বাড়িতে 

জানা গিয়েছে, ওই গ্রাম পঞ্চায়েতের (South 24 Parganas) পাকুরতলা গ্রামের ১৭৫ নম্বর বুথের এক তৃণমূল কর্মীর বাড়িতে রবিবার বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল কর্মীর নাম আসাদুল খান। ডাক নাম লোটু। বিরোধীরা বারংবার অভিযোগ তোলে, রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতা-কর্মীদের বাড়িতে মজুত রয়েছে আগ্নেয়াস্ত্র সমেত বোমা। এই ঘটনা বিরোধীদের আনা সেই অভিযোগকেই কার্যত মান্যতা দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এলাকার মানুষ জানিয়েছেন, রবিবার বিকাল নাগাদ হঠাৎ আসাদুলের বাড়ির বারান্দায় বিকট আওয়াজ হয়। ঘটনায় চারিদিকের লোকজন ভিড় করেন তৃণমূল নেতার বাড়ির সামনে। দেখা যায়, অ্যাসবেস্টসের চাল ভেঙে তছনছ হয়ে যায়। চারিদিক থেকে মানুষ বেরিয়ে এলেও আরও বোমা থাকতে পারে বা বিস্ফোরণ হতে পারে এই ভয়ে বাড়ির কাছে কেউ যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে (South 24 Parganas) আসে ঢোলা থানার পুলিশ। পুলিশ বাড়িটিকে ঘিরে রাখে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বাড়ির সবাই পলাতক।

কী বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব? 

তাদের কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে এটা মানতেই চাইছে না তৃণমূল নেতৃত্ব (South 24 Parganas)। উপরন্তু অভিযুক্তকে দরাজ সার্টিফিকেটও দিচ্ছেন তাঁরা।এই বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতা নাজমুল সেখ বলেন, ‘‘আসাদুল তৃণমূলের বা তাদের দলের একনিষ্ঠকর্মী, তবে রোজগারের জন্য মুম্বইয়ে কাজ করে, ভোটের সময় বাড়ি এসেছে। ওর মতো সরল সাদাসিধে ভালো ছেলে এলাকায় নেই। ওকে মিথ্যা করে বা চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

South 24 Parganas

bangla news

Bengali news

blast at trinamool worker's house