img

Follow us on

Saturday, Nov 23, 2024

Lalan Sheikh: লালনের মৃত্যুতে অস্বস্তিতে সিবিআই, দিল্লি থেকে রিপোর্ট তলব, বাড়ানো হল কেন্দ্রীয় নিরাপত্তা

Lalan Sheikh: আজ লালনের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

img

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রামপুরহাট

  2022-12-13 17:31:30

মাধ্যম নিউজ ডেস্ক: বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। গতকালের ঘটনার পর বগটুই ফের খবরের শিরোনামে। লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রামপুরহাট। এদিকে পরিস্থিতি যাতে আরও শোচনীয় হয়ে না পড়ে তার জন্য সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে রাতারাতি বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে সিবিআই হেফাজতে থাকাকালীন লালনের মৃ্ত্যুতে অস্বস্তিতে সিবিআই। ফলে রাতেই দিল্লির সিবিআই দফতর থেকে সেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয় বগটুই তদন্তের দায়িত্বে থাকা সিবিআই আধিকারিকদের থেকে। এর পাশাপাশি, এই ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করেছে সিবিআই।

কড়া নিরাপত্তা রামপুরহাটে

রামপুরহাটের যে অস্থায়ী ক্যাম্পে লালনকে (Lalan Sheikh) রাখা হয়েছিল ও যেখানে তার মৃত্যু হয়েছে, সেখানে সোমবার রাতেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যাতে কোনও অশান্তি না হয় তাই সেই জায়গা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাখা হয়েছে। এছাড়াও আজ, মঙ্গলবার সকালে রামপুরহাটে পৌঁছেছেন আরও কয়েকজন সিবিআই আধিকারিক। রামপুরহাট মেডিক্যাল কলেজেও নিরাপত্তা বাড়িয়েছে বীরভূম জেলা পরিষদ। বগটুই গ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার কিছুক্ষণের পর থেকেই এলাকা পুরো থমথমে হয়ে রয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তায় ছিল রাজ্য পুলিশ! ভূমিকা খতিয়ে দেখা হোক, লালনকাণ্ডে শুভেন্দু

অন্যদিকে বগটুইতে লালনের বাড়ির সামনে নতুন করে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারকেও। আজ লালনের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

লালন শেখের মৃত্যুতে চাপে সিবিআই

সূত্রের খবর, সিবিআইয়ের হেফাজতে থাকাকালীন লালনের (Lalan Sheikh) মৃত্যু হয়েছে। আর তাতেই উঠছে প্রশ্ন। যদিও সিবিআইয়ের দাবি, লালন আত্মঘাতী হয়েছে। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। ফলে স্বভাবতই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিবিআই-এর অন্দরেও উঠছে প্রশ্ন। সত্যিই লালনের মৃত্যুর ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না, নিজেদের অভ্যন্তরীণ তদন্তে তাও খুঁজে বের করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ঘটনার সময় যেসব সিবিআই আধিকারিক অফিসে উপস্থিত ছিলেন, তাদের বয়ান নথিভুক্ত করা হবে। সোমবার রাতেই লালন শেখের (Lalan Sheikh) মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট সিবিআই-এর পক্ষ থেকে দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

Tags:

Rampurhat

Lalan sheikh

Lalan Sheikh death

Bogtui Masscre

Bogtui Case accused Lalan


আরও খবর


ছবিতে খবর