img

Follow us on

Saturday, Jan 18, 2025

Hooghly: তৃণমূল উপ-প্রধানের বাড়ি সংলগ্ন পাটক্ষেত থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার

বিজেপির এক একটা কর্মীই এক একজন বোমা! তাই বোমা দিয়ে নির্বাচন জিততে পারবেনা তৃণমূল, বললেন বিজেপির রাজ্য সম্পাদক

img

হুগলির খানাকুল থানা। নিজস্ব চিত্র।

  2023-06-17 17:44:56

মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতার বাড়ির পাশে পাট ক্ষেত থেকে সাত সকালেই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। ৮ই জুলাই রাজ্যে একদফা পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে মুড়ি-মুড়কির মতন বোমা উদ্ধার হয়েছে। এবার বোমা পাওয়া গেল খানাকুলে (Hooghly)। কার্যত এই বোমা, নির্বাচনে ব্যবহার করা হতো এমন টা নয় তো! আরও কি গচ্ছিত রয়েছে বোমা! এই আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী দলের নেতারা।

খানাকুলে (Hooghly) কীভাবে বোমা উদ্ধার?

ঘটনা খানাকুলের (Hooghly) নতিবপুর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়ির সংলগ্ন এলাকা পাটক্ষেত থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। জানা গেছে, ঐ ড্রামে ১৬ টির মতো তাজা বোমা ভর্তি ছিল। কে বা কারা, এই ড্রামে করে বোমা গুলি পাটক্ষেতে রেখে গেছে, তার তদন্ত করছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, খানাকুল থানার পুলিশ হানা দিয়ে এই বোমা গুলি উদ্ধার করেছে। এরপর পুলিশ তড়িঘড়ি বোমা গুলিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে বলে জানা গেছে। এদিকে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক ভাবে চাপান-উতর শুরু হয়েছে।

বিজেপির বক্তব্য

ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষ (Hooghly) বলেন, ভোটের আগে তৃণমূল এই ভাবে বোমা রেখে যদি ভয় দেখানোর চেষ্টা করে তাতে কোনও লাভ হবে না। কারণ বিজেপির এক একটা কর্মীই এক একজন বোমা! তাই বোমা দিয়ে নির্বাচন জিততে পারবেনা তৃণমূল, বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা।

তৃণমূলের বক্তব্য

আবার পালটা তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ (Hooghly) সাংগঠনিক জেলা সহ-সভাপতি স্বপন নন্দীর জবাব, আমরা চাইলেই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়েই বিজেপিকে আটকে দিতে পারতাম! কিন্তু তা তো করিনি। সব আসনেই বিজেপি মনোনয়ন পত্র জমা দিয়েছে। আসলে বিজেপি জিতবে না জানে! আর তাই বিজেপি, এই ভাবে গোপনে বোমা মজুত করেছে।   

 

 দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

tmc

bangla news

Bengali news

Hooghly

drum-filled bomb

deputy panchayat chief


আরও খবর


ছবিতে খবর