img

Follow us on

Friday, Jan 10, 2025

BSF: কাঁটাতারে হাত দিলে জ্বলে উঠবে আগুন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে যন্ত্র বসাল বিএসএফ

India-Bangladesh Border: সীমান্তে বড় পদক্ষেপ নিল বিএসএফ, কী জানেন?

img

সীমান্তে উত্তেজনা (সংগৃহীত ছবি)

  2025-01-10 19:46:42

মাধ্যম নিউজ ডেস্ক: ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশ (BSF)। এই আবহের মধ্যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র সঙ্গে বিএসএফ-এর সংঘাতের খবর সামনে আসছে বারবার। এমনকী কাঁটাতার দিতে গিয়ে একাধিক অরক্ষিত সীমান্তে বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফকে। বিষয়টি যে যথেষ্ট অস্বস্তির, তা কিছুটা হলেও বুঝতে পারছে বিএসএফের শীর্ষ কর্তারা। তাই তড়িঘড়ি ব্যবস্থা নিল বিএসএফ।

কী পদক্ষেপ নিল বিএসএফ? (BSF)

জানা গিয়েছে, বর্ডার আউটপোস্ট (BSF) পেট্রোপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তীপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেলল বিএসএফ। এই গোটা অংশে যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে, সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে বাঁশ লাগিয়ে দেওয়া হল। যেখান থেকে কাঁটাতার দেওয়া শুরু হবে এবং যেখানে শেষ হবে সেটা মাপজোক করে বাঁশ দিয়ে জমি নির্ধারণ করে দেওয়া হল।

সীমান্তে লাগানো হল “ট্রিপ ফ্লেয়ার” নামক একটি যন্ত্র

বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, মোট ৩২ কিলোমিটার অংশ বয়েছে এর মধ্যে। যার মধ্যে ১১ কিলোমিটার কাঁটাতার থাকলেও, বাকি ২১ কিলোমিটার অংশে নেই। এখানেই শেষ নয়। কাঁটাতার লাগানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে এবং বর্তমানে অস্থায়ী রূপে লাগানো থাকা কাঁটাতার কেউ যাতে কাটতে না পারে, তার জন্য অত্যাধুনিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে সীমান্ত জুড়ে। নির্দিষ্ট অংশ অন্তর অন্তর “ট্রিপ ফ্লেয়ার” নামক একটি যন্ত্র লাগানো হয়েছে। এই যন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে, কাঁটাতার যদি কেউ কাটতে আসে বা অবৈধভাবে কেউ ঢুকতে পড়ে, তাহলে তাদের শরীর যন্ত্রে সংযোগকারী তারে লাগলে সঙ্গে সঙ্গে যন্ত্র থেকে আগুন বেরতে শুরু করবে। একইসঙ্গে ব্যাপক আকারে ধোঁয়া বের হবে। তখনই সতর্ক হবেন বিএসএফ জওয়ানরা। এতে অনায়াসে অনুপ্রবেশ আটকানো যাবে।

কাঁটাতার দিলেন গ্রামবাসীরা

বিজিবি-র বাধা উপেক্ষা করে কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, নষ্ট করা হচ্ছিল ফসল। চুরিও হচ্ছিল। সে কারণেই নিজেদের উদ্যোগেই শেষ পর্যন্ত তাঁরা কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, যে সময় বেড়া দেওয়া হচ্ছিল সেই সময় বাধা দেয় বিজিবি। তাঁদের সঙ্গে গ্রামবাসীদের বেশ কিছুক্ষণ বচসাও হয়। যদিও বিজিবির বাধায় বিশেষ ঠেকাতে পারেনি গ্রামবাসীদের। বাংলাদেশি সেনাকে তোয়াক্কা না করেই নিজেদের অবস্থানে অনড় থাকেন সীমান্তপারের লোকজন। কৃষকরাই উদ্যোগ নিয়ে লাগিয়ে দেন কাঁটাতারের বেড়া। তাঁদের পাশে দাঁড়ায় বিএসএফ (BSF)। কৃষকদের অভিযোগ, তাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। সে কারণেই বাধ্য হয়ে তাঁরা এই পথে হেঁটেছেন। এখানেই শেষ নয়, বাংলাদেশকে হুঁশিয়ারিও দিয়েছন তাঁরা। তাঁদের সাফ কথা, যদি তাঁদের কাঁটাতারের বেড়া দিতে বাধা দেওয়া হয় তাহলে তিনবিঘা করিডোর বন্ধ করে দেবেন। প্রসঙ্গত, এই তিনবিঘা করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তা বন্ধ করে দিলে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পাটগ্রাম।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Bangladesh

BSF

bangla news

Bengali news

bgb


আরও খবর


ছবিতে খবর