img

Follow us on

Sunday, Jan 19, 2025

Calcutta High Court: তদন্ত করতে পারবেন ইডির অপসারিত অধিকর্তা মিথিলেশ, নির্দেশ বিচারপতি সিনহারই

রুদ্ধদ্বার শুনানির পর ফেরানো হয় মিথিলেশকুমারকে...

img

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি।

  2023-10-13 17:50:14

মাধ্যম নিউজ ডেস্ক: ইডির অপসারিত অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রকেই রাজ্যের সব তদন্তে ফেরালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ সহ রাজ্যের সব মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনিই। শুক্রবার রুদ্ধদ্বার শুনানির পর ফেরানো হয় মিথিলেশকুমারকে।

অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা

‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত তদন্তের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিনহা। সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন তদন্তের গতিপ্রকৃতি নিয়েও। মিথিলেশকুমারকে সেই সময় হাইকোর্টে তলব করেছিলেন বিচারপতি সিনহা। বিচারপতি সিনহা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, “আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান?” কেন তিনি মিথিলেশের কাজে সন্তুষ্ট নন, সেই ব্যাখ্যাও সেদিন দিয়েছিলেন বিচারপতি সিনহা।

বিচারপতি সিনহার নির্দেশ

সেদিনই ইডিকে বিচারপতি সিনহার নির্দেশ ছিল, রাজ্যের সব মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। যদিও মিথিলেশ আর্জি জানিয়েছিলেন, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও, রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে যেন তাঁকে সরানো না হয়। বিচারপতি সিনহা (Calcutta High Court) বলেছিলেন, “আপনি তদন্ত করতে সক্ষমই নন, অন্য কোথাও গিয়ে ভাল কাজ করুন।”

আরও পড়ুুন: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

তার পরেই সরানো হয়েছিল মিথিলেশকুমারকে। ২০২২ সাল থেকে নিয়োগ কেলেঙ্কারি মামলায় তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। তাঁর অধীনেই যখন তদন্ত চলছিল, তখনই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নাকাশিপাড়ার বিধায়ক তৃণমূলের মানিক ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। মিথিলেশের বিরুদ্ধে বিচারপতি সিনহার দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করতে হাইকোর্টে আবেদন করে ইডি। তার প্রেক্ষিতেই এদিন হয় রুদ্ধদ্বার শুনানি। দিল্লি থেকে ভার্চুয়ালি এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফাসার। তিনি সঠিকভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

এর পরেই আগের নির্দেশ প্রত্যাহার করে বিচারপতি (Calcutta High Court) সিনহা জানান, নিয়োগ দুর্নীতি সহ সব মামলার তদন্তে ফিরলেন মিথিলেশকুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্ত করতে পারবেন তিনি। তাঁর বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল, তাও প্রত্যাহার করে নেওয়া হল।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Calcutta High court

bangla news

Bengali news


আরও খবর


ছবিতে খবর