img

Follow us on

Sunday, Jan 19, 2025

Calcutta High Court: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

রাজীব সিনহাকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে...

img

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি।

  2023-10-13 16:44:09

মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের অর্থ আদালতে হাজির হতে হবে রাজীব সিনহাকে। হাইকোর্টের পর্যবেক্ষণ, আদালতের নির্দেশ অবমাননা করা হয়েছে। অবমাননার আইন অনুযায়ী, রুল জারি করার নির্দেশ রয়েছে। ২৪ নভেম্বর আদালতে এসে উত্তর দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবকে।

মামলা দায়ের করেছিলেন শুভেন্দু 

প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা এই মামলায় এই রুল জারি করেছে হাইকোর্ট। শুভেন্দুর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী জানান, রুল জারি হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সশরীরে আদালতে এসে জবাবদিহি করতে হবে। জানাতে হবে, কেন তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন

চলতি বছরই রাজ্যে হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে ডিসেম্বর মাসে হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত নির্বাচন করানোর আর্জিও জানিয়েছিলেন তিনি। পরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য নির্বাচন কমিশন জানায়, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা কার্যকর করা সম্ভব নয়। কারণ নির্বাচনে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। তাই রাজ্যকে এই অনুরোধ করা তাদের কাজ নয়।

আরও পড়ুুন: ‘‘অন্তঃসত্ত্বার পেট ফালা ফালা করা, পাশে পড়ে গর্ভস্থ শিশু’’! প্রকাশ্যে হামাস জঙ্গিদের বর্বরোচিত হামলা

রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও, আদালতের (Calcutta High Court) নির্দেশ কার্যকর করেনি রাজ্য নির্বাচন কমিশন। তাই আদালত অবমাননা হয়েছে। এই অভিযোগ তুলে ফের হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কমিশন যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করেনি, তা সংবাদপত্র মারফৎ জানতে পেরেছেন তিনিও।

শুভেন্দুর দায়ের করা সেই মামলায়ই এবার রুল জারি করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে রক্তাক্ত। মনোনয়নপত্র পেশ-পর্ব থেকেই শুরু হয়েছিল হিংসা। যার জেরে এবার ভোটের বলি হন ৫৪ জন। এঁদের মধ্যে একজন ভোটারও রয়েছেন।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Calcutta High court

bangla news

Bengali news

state election commissioner


আরও খবর


ছবিতে খবর