img

Follow us on

Saturday, Jan 18, 2025

Calcutta High Court: ‘‘গরিব মানুষ কি মরার জন্য জন্মেছেন?’’ বেআইনি নির্মাণ খালির নির্দেশ বিচারপতির

বেআইনি নির্মাণে ফের কড়া নির্দেশ দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাকে

img

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

  2024-04-04 08:49:23

মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি নির্মাণে ফের কড়া নির্দেশ দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহাকে। বিধাননগরের একটি বেআইনি আবাসনে জল এবং বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে বন্ধ করা নির্দেশ দেন বিচারপতি। সেইসঙ্গে সেখানকার বাসিন্দাদের আবাসন খালি করার জন্য ৩০ দিন সময় বেঁধে দেন তিনি। প্রসঙ্গত অভিযোগ, বিধাননগর পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডে একটি আবাসন বেআইনিভাবে তৈরি করা হয়েছে। ওই নির্মাণ কাজ করার সময় পুরসভার কোনও রকমের অনুমতি নেওয়া হয়নি। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবারে এই মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দেন। মামলার শুনানি চলার সময় বিচারপতি সিনহার মন্তব্য, ‘‘গরিব মানুষ কি মরার জন্য জন্মেছেন?’’

‘‘নির্মাণ যদি অবৈধভাবে শুরু হয় তবে তা ধুলোয় মিশিয়ে দিতেই হবে’’

অন্যদিকে, এদিন পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। বুধবারের শুনানিতে দুই নির্মাণকারীর আইনজীবী স্বীকার করেন, ওই আবাসন নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। এখানেই উঠছে প্রশ্ন। অনুমতি ছাড়া কীভাবে পাঁচ তলা নির্মাণ সম্ভব হল? যদিও নির্মাণকারীদের আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তীকালে অনুমতি নেওয়া হয়। এরপরেই নির্মাণকারীদের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেন, ‘‘নির্মাণ যদি অবৈধভাবে শুরু হয় তবে তা ধুলোয় মিশিয়ে দিতেই হবে।’’ গার্ডেনরিচের দুর্ঘটনার পরে বেআইনি নির্মাণের ক্ষেত্রে আরও করা হতে হবে বলে জানিয়েছেন বিচারপতি (Calcutta High Court)। এর পাশাপাশি নির্মাণকারীদের জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ১২ এপ্রিলের মধ্যে ওই বাড়ির নির্মাতা ২ প্রোমোটারকে ১ কোটি টাকা জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে।

গরিব মানুষ কি মরার জন্য জন্মেছেন?

হাইকোর্টে (Calcutta High Court) শুনানি চলার সময় উপস্থিত ছিলেন ওই বেআইনি নির্মাণেরই কয়েক জন বাসিন্দা। তাঁদের মধ্যে এক বাসিন্দা কোর্টকে জানান, ওই আবাসনের অধিকাংশ বাসিন্দাই গরিব। এখন তাঁরা কোথায় যাবেন? এটা শুনে বিচারপতির মন্তব্য, ‘‘খুব গরিব লোকেদের মরে যাওয়া উচিত? এটাই বলতে চান? তাঁরা কোথায় যাবেন মানে? তাঁদের উচিত ছিল বৈধ অনুমোদন রয়েছে কি না তা যাচাই করে ওই আবাসনে বিনিয়োগ করা। আগে নিজের জীবন বাঁচান, যদি এই বাড়ি ভেঙে পড়ে তবে কী হবে? গরিব মানুষ কি মরার জন্য জন্মেছেন? জীবনের মূল্য অনেক বেশি।’’

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Calcutta High court

Madhyom

bangla news

Bengali news

justice amrita sinha

illegal construction kolkata

illegal property in Bidhannagar

court order to demolish an illegal property

garden Reach Illegal construction


আরও খবর


ছবিতে খবর