Partha Chatterjee: বড়দিনেও জেলে, পার্থ-সুবীরেশদের জামিনের আর্জি খারিজ আদালতের

সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেন, পার্থই নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা'।
Partha_subiresh
Partha_subiresh

মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনেও পরিবারের কাছে ফেরা হল না। ফের জামিন খারিজ হল পার্থ-সুবীরেশসহ (Partha Chatterjee) মোট ৭ জনের। এদিন ব্যাঙ্কশাল কোর্টে জামিনের আর্জি জানান শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া ৭ জন। অভিযুক্তদের আরও ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, প্রসন্ন রায়, প্রদীপ সিংকে। সেখানেই ধৃতদের জামিনের আর্জি জানান তাঁদের আইনজীবী। শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সিবিআই হেফাজতে লালন শেখ মৃত্যুর উদাহরণ তুলে ধরেন। বলেন, "সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সামনে রাখছে। সিবিআই বলছে এই অভিযুক্তরা জামিন পেলে সমাজের ক্ষতি হবে। তাই জেলে আটকে রাখতে চাইছে। কিন্তু সিবিআই হেফাজতে খুন হয়েছে। তদন্তের ভয়ে হাইকোর্টে গিয়েছে সিবিআই।" কেন এমনটা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। তদন্তের নামে ধৃতদের অবান্তর আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।     

কেন এখানে অহেতুক লালন শেখের প্রশ্ন তোলা হচ্ছে, আইনজীবীকে সেই প্রশ্ন করেন বিচারক। বিচারক বলেন, "কোনও একটা ঘটনা নিয়ে গোটা প্রতিষ্ঠানকে দোষ দেওয়া সঠিক নয়।" সিবিআই- এর তরফে বলা হয়, মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের (Partha Chatterjee) হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে তা সংরক্ষিত রয়েছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না এটাই স্বাভাবিক। সিবিআইয়ের যোগ্যতা নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে, সে প্রশ্নও তোলেন সিবিআই আধিকারিকরা। বলেন, "সিবিআই তদন্ত করা ওমপ্রকাশ চৌটালা, পিভি নরসিমা রাও, লালু প্রসাদ যাদবের কেসের ভবিষ্যৎ গোটা দেশ দেখেছে। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি। সময় মতো কোর্টকে জানাই।" দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর ধৃতদের আরও ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সিবিআইয়ের আইনজীবী আদালতে দাবি করেন, পার্থই (Partha Chatterjee) নিয়োগ দুর্নীতির ‘মূল মাথা'। এই দুর্নীতির পিছনে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ আছে বলেও দাবি করেন তিনি। শুনানির সময় পার্থ এজলাসে প্রশ্ন করেছিলেন, ‘বৃহত্তর ষড়যন্ত্রের সংজ্ঞা কী?’’ পার্থ জানান, কোনও দিন কোনও কমিটির সঙ্গে তিনি বৈঠক করেননি। তাঁর এই পরিণতি দেখে ভবিষ্যতে কেউ জনপ্রতিনিধি হতে চাইবেন না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: ৩৭ লক্ষের বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষদ্ধ করল হোয়াটসঅ্যাপ

বুধবার সুবীরেশের জামিনের আবেদনও খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ ছিল, বিষয় যখন শিক্ষক নিয়োগে দুর্নীতি, সেখানে সংস্থার সর্বোচ্চ পদে থাকা এক জন ব্যক্তি এত সহজে দায় এড়াতে পারেন না।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles