img

Follow us on

Friday, Nov 22, 2024

Sealdah: শনি-রবি ৪৪টি লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়, জানালো পূর্ব রেল

Cancelled Local Train: শিয়ালদা থেকে শনিবার-রবিবার মোট ৪৪টি লোকাল ট্রেন বাতিল....

img

লোকাল ট্রেন। প্রতীকী চিত্র।

  2024-06-29 14:01:15

মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা (Sealdah) থেকে শনিবার এবং রবিবার ৪৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে সময় দিয়ে ট্রেনের সূচি প্রকাশ করা হয়েছে। শিয়ালদা শাখার দমদম-বারাসত শাখায় মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ব্রিজের কাজ চলবে বলে জানানো হয়েছে। আর তাই ডাউন লাইনে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। একই ভাবে আপ লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে শনিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৩০মিনিট পর্যন্ত। বাতিলের সঙ্গে একাধিক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল হয়েছে আসুন একবার জেনে নিই।

শনিবার বনগাঁ-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন ৩৩৮৫৬: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৮৬০: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) আপ ৩৩৮৬১: রাত ১১ টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ ৩৩৮৬৩: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

শনিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন ৩৩৫৩৮: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৫৩৩: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার হাসনাবাদ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩৩৫১২: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) আপ ৩৩৫১৩: সকাল ৬ টা ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বনগাঁ-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩৩৮১২: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৮১৪: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৮১৮: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৮২০: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৫) আপ ৩৩৮১১: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) আপ ৩৩৮১৩: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) আপ ৩৩৮১৫: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) আপ ৩৩৮১৭: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার দত্তপুকুর-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩৩৬১২: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৬১৬: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৩) ডাউন ৩৩৬১৮: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৪) ডাউন ৩৩৬২০: সকাল ৯ টা ৪৩ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৫) আপ ৩৩৬১৩: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) আপ ৩৩৬১৫: সকাল ৮ টা ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩৪৯২৪: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

২) আপ ৩৪৯২৩: দুপুর ১ টা ৩৫ মিনিটে নামখানা থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপূর শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩০৭১২: সকাল ৯ টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

২) আপ ৩০৭১১: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

রবিবার বনগাঁ-মাঝেরহাট শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩০৩৪২: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

রবিবার হাবড়া-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) ডাউন ৩৩৬৫২: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

২) আপ ৩৩৬৫১: ভোর ৪ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) আপ ৩০১৪৫: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-বারাসত শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) আপ ৩০৩৫১: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) আপ ৩০৩৫৭: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।

২) ডাউন ৩০৩৫৮: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) আপ ৩৩৩৬১: সকাল ৭ টা ৫৪ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

হাবিবুল্লা, হেরাজের পর আনোয়ার, চেন্নাই থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

রবিবার বারাসত-শিয়ালদা (Sealdah) শাখায় কোন কোন ট্রেন বাতিল

 ১) ডাউন ৩৩৪৩২: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

২) ডাউন ৩৩৪৩৪: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

৩) আপ ৩৩৪৩১: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ ৩৩৪৩৫: সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) আপ ৩৩৪৩৯: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বারসাত-দত্তপুকুর শাখায় কোন কোন ট্রেন বাতিল

১) আপ ৩৩৩৫৭: সকাল ৭ টা ২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Eastern Railway

Sealdah

rail

news in bengali

Cancelled Local Trains


আরও খবর


ছবিতে খবর