২০১৪ সালের ৬টি প্রশ্ন ভুলের মামলাটি এখন সিবিআই তদন্তের অধীনে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের টেট (TET) পরীক্ষার প্রশ্নে একাধিক ভুলের অভিযোগ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা দায়ের করেছেন পরীক্ষার্থীরা। শীঘ্রই শুনানি হবে এই মামলার। ২০২২ সালের ১১ ডিসেম্বর নেওয়া হয় টেট পরীক্ষা। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন৷ পরীক্ষার পরেই প্রশ্নপত্রে ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছিল। যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল ছাপার ভুল, পরীক্ষার হলে সেটা পরীক্ষার্থীদের জানানো হয়েছিল। তবে ভবিষ্যৎ যাতে এই রকম না হয়, সেই চেষ্টা করা হবে। ইতিমধ্যেই পরীক্ষার ফলও প্রকাশিত হয়ে গিয়েছে।
মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "২০১৪ সালের প্রাথমিক টেট (TET) পরীক্ষায় ৬টি প্রশ্নের উত্তরে ভুল ছিল। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। পরে ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নে ভুল ছিল। প্রায় পাঁচ বছর পরে পরীক্ষা নিয়েও ভুল এড়াতে পারল না পর্ষদ। নিয়োগ দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। তার ওপর আরও এক অভিযোগ যে বিপাক বাড়াবে বই কমাবে না, তা বেশ স্পষ্ট।
আরও পড়ুন: বেতন বন্ধ হল অনুব্রতকন্যার, স্কুলে না গিয়েই মাইনে নেওয়ার অভিযোগ
আইনজীবী আলি আহসান আলমগীর (TET) বলেন, "আমাদের হিসাবে অন্তত দশটি প্রশ্নে একাধিক উত্তর সঠিক। সেক্ষেত্রে প্রার্থী যদি উত্তর দেওয়ার চেষ্টা করে তাঁকে নম্বর দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদও তা স্বীকার করে ইতিমধ্যে চারটি প্রশ্নের ক্ষেত্রে নম্বরও দিয়েছে। কিন্তু অন্তত ১০টি প্রশ্নের উত্তরে এটা হয়েছে জানিয়ে আমরা মামলা করছি।" উল্লেখ্য, ২০১৪ সালের ৬টি প্রশ্ন ভুলের মামলাটি এখন সিবিআই তদন্তের অধীনে। অনেকেই চাকরি যাওয়ার ভয় পাচ্ছেন। মামলাটি এই মুহূর্তে আদালতে বিচারাধীন। এই অবস্থায় ২০২২ সালের টেট পরীক্ষার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে এই পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। যদিও এখনও নিয়োগ হয়নি।
২০১৪ সালের এই মামলায় মামলাকারীর সংখ্যা হাজার (TET) ছাড়িয়েছে। আইনজীবী ফিরদৌস শামিম এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, শুধু মামলাকারীরা নন, যাঁরা ওই ভুল প্রশ্নের জবাব দিয়েছিলেন, তাঁদের সকলকেই নম্বর দেওয়া হোক। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই দাবি খারিজ করে জানিয়েছে, এত জনকে নম্বর ফের দিতে গেলে বিশৃঙ্খলা তৈরি হবে। এই নিয়ে বিতর্কের অবসান হয়নি। তার মধ্যেও আবার টেট পরীক্ষায় ভুল প্রশ্নের অভিযোগ উঠল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: