img

Follow us on

Friday, Sep 20, 2024

Cattle smuggling case: গরু পাচারকাণ্ডে এবার বেসরকারি ব্যাংক কর্তাদের তলব সিবিআইয়ের! কী জানতে চাইল তারা?

এর আগে অনুব্রত মণ্ডলের বোলপুর এবং সিউড়ির মোট চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিককে ডেকে পাঠিয়েছিল সিবিআই

img

প্রতীকী ছবি।

  2022-09-08 18:02:30

মাধ্যম নিউজ ডেস্ক: ফের বোলপুর (Bolpur) গেল সিবিআইয়ের (CBI)প্রতিনিধি দল। তবে বৃহস্পতিবার কোনও তল্লাশি অভিযান চালায়নি তারা। শান্তিনিকেতনে (Shantiniketan) রতন কুঠি গেস্ট হাউসেই বেসরকারি ব্যাঙ্ক আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে  তা জানতেই বেসরকারি ব্যাংকের আধিকারিকদের ডেকে পাঠায় সিবিআই।  জানতে চাওয়া হয়,অনুব্রতের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের মধ্যে কবে কোন ব্যাংক অ্যাকাউন্ট মারফত কত টাকা লেনদেন হয়েছিল। 

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যে বয়ান দিতে দেবযানীকে চাপ সিআইডি-র! সিবিআইকে বিস্ফোরক চিঠি মায়ের

প্রসঙ্গত, এর আগে অনুব্রত মণ্ডলের বোলপুর এবং সিউড়ির মোট চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিককে ডেকে পাঠিয়েছিল সিবিআই । এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকের আধিকারিকদেরও (Private Bank Officials) ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী দল। মূলত অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কেই তাদের কাছে জানতে চাওয়া হয়। 

আরও পড়ুন: দুয়ারে ইডি-সিবিআই! জেলে যেতে পারেন? নেতাদের জন্য রইল শরীর ঠিক রাখার টোটকা

সূত্রের খবর, অনুব্রত ও সায়গলের বাড়িতে এবং বিভিন্ন রাইস মিলে তল্লাশি চালিয়ে যে সমস্ত ব্যাঙ্কের নথি উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতেই ব্যাঙ্ক আধিকারিকদের তলব করা হয়েছে। তাঁদের কাছ থেকে অনুব্রত ও সায়গলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত খোঁজ-খবর নেন এবং ব্যাঙ্কের সমস্ত নথি পরীক্ষা-নিরীক্ষা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে কোন ব্যাংকে কত টাকা রয়েছে তা-ও জানতে চাওয়া হয়। বীরভূমে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প অফিসে ওই ব্যাংক কর্মীরা গিয়ে বেশকিছু নথি জমা দিয়েছেন, বলে খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সেই সব নথি স্ক্যান করে ই-মেইল মারফত কলকাতা এবং দিল্লির সদর দফতরে পাঠিয়ে দেওয়া হবে। সিবিআই-এর দাবি, গরু পাচারের টাকার লভ্যাংশ ঢুকেছিল অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টে ৷ সেই টাকা কবে কে জমা দিত এবং সেই টাকা ঘুরপথে কোন কোন প্রভাবশালীর কাছে যেত, তা জানার জন্যই এই ব্যাংক আধিকারিকদের তলব করা হয়েছিল ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Bolpur

Cattle smuggling case

Anubrata Mandal case

cbi summons private bank officials


আরও খবর


ছবিতে খবর