Cattle Smuggling Scam: এই মামলায় সিবিআইয়ের পর বৃহস্পতিবার ইডির হাতেও গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।
Cattle Smuggling Scam
মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় (Cattle Smuggling Scam) এবারে ষষ্ঠবারের জন্য লটারি জেতার হদিশ পাওয়া গেল। তবে এবারে অনুব্রত মন্ডল ও তাঁর মেয়ে সুকন্যার নামে নয়, এবারে লটারি জিতেছে গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হক। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই-এর হাতে। এদিন সিবিআই-এর তরফে জানানো হয়েছে, এনামুলের নামে ২০১৭ সালে জেতা একটি ৫০ লক্ষ টাকার লটারির খোঁজ পাওয়া গিয়েছে। এই মামলার তদন্তে নেমে অভিযুক্ত এনামুলের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখছিলেন সিবিআই আধিকারিকরা। আর সেসময়ই এমন তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
গরু পাচার মামলায় (Cattle Smuggling Scam) তদন্তে নেমে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছে মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হক। আর এবারে এই মামলার তদন্ত করতে নেমে সিবিআই-এর হাতে এই তথ্য এসেছে। সিবিআই জানিয়েছে, ২০১৭ সালে তিনি ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। আর এই লটারির টাকা সেই গরু পাচারের টাকাই কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। এই কাজে ইডিরও সাহায্য নেওয়া হচ্ছে। এনামুলের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য ঘাঁটতে গিয়েই লটারির বিষয়টি নজরে আসে তদন্তকারীদের। ফলে লটারি জেতার তালিকায় অনুব্রত ও সুকন্যার পরে এবারে যোগ হল এনামুলের নামও।
আবার সিবিআই মনে করছে, এনামুল এবং তাঁর পরিবারের সদস্যদের নামেও আরও লটারির টিকিট থাকতে পারে। তাই এনামুলের পরিবারের সদস্যদের এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করতেন, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আধিকারিকারা তদন্ত করে এনামুলের স্ত্রীর নামেও একটি লটারি টিকিটের হদিস পেয়েছে। তবে তা এখনও তদন্তের পর্যায়ে রয়েছে বলে সিবিআই সূত্রে খবর (Cattle Smuggling Scam)।
আরও পড়ুন: সিবিআই- এর পর এবার অনুব্রতকে হেফাজতে নিল ইডি
এর আগেই অনুব্রতর দুটি ও সুকন্যার তিনটি লটারি জয় নিয়ে সারা রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল (Cattle Smuggling Scam)। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে। সিবিআই আধিকারিকরা আগেই সন্দেহ করেছিল যে, গরু পাচারের কালো টাকা সাদা করার উদ্দেশেই লটারির মাধ্যমে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হত। ফলে এবারে ষষ্ঠবারের লটারি জেতার হদিশ পাওয়ায় সিবিআই এই বিষয়টিকে আরও খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। আর বারবার লটারি জেতার পিছনে কী রহস্য রয়েছে তাও খতিয়ে দেখছে সিবিআই। আর এক্ষেত্রে সাহায্য নেওয়া হচ্ছে ইডিরও।