সিবিআইয়ের দাবি, নবম এবং দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর সমেত নথি উদ্ধার হয়েছে বিধায়কের বাড়িতে
তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা
মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগের দুর্নীতিকাণ্ডে একের পর এক নতুন চরিত্র উঠে আসছে তদন্তে। নবতম সংযোজন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। তাঁর বাড়ি এবং শ্বশুরবাড়ি দুজায়গাতেই শুক্রবার হানা দেয় সিবিআই। একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পাশাপাশি এদিন নাটকীয় ঘটনাও ঘটতে থাকে। শৌচালয় যাওয়ার নাম করে বাড়ির পিছনে পুকুরে মোবাইল ফোন ফেলে দেন বিধায়ক। আবার মেমরি কার্ড লুকিয়ে রাখেন স্ত্রীর সিঁদুরের কৌটোতে। তবে এতকিছুর পরেও শেষ রক্ষা করতে পারলেন না বিধায়ক। শুধু সুপারিশে হওয়া চাকরিপ্রার্থীদের নথিই নয়, এসএলএসটির গোটা নিয়োগ প্রক্রিয়ার নথিই মিলেছে তৃণমূল বিধায়কের বাড়িতে। উদ্ধার হয়েছে প্রায় ৩,৪০০ প্রার্থীর তথ্য। শনিবার তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযানের পর এমনই দাবি করেছে সিবিআইয়ের একটি সূত্র। তাদের দাবি, নবম এবং দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের নাম এবং রোল নম্বর সমেত নথি উদ্ধার হয়েছে বিধায়কের বাড়িতে। নিয়োগ দুর্নীতির অন্যতম চক্রী তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha), এমনটাই দাবি করছে সিবিআই।
আরও পড়ুন: 'নব রবিকিরণে' বৈশাখ-বরণ বাঙালির! কালীঘাট থেকে দক্ষিণেশ্বর পুজো দেওয়ার লম্বা লাইন
শুক্রবার দুপুর থেকে তৃণমূল বিধায়কের (Jiban Krishna Saha) বাড়িতে চলছে তল্লাশি অভিযান। বস্তা বস্তা নথি মিলেছে জীবনকৃষ্ণের বাড়িতে, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। শনিবার বিধায়কের (Jiban Krishna Saha) দু’টি নোটপ্যাডও বাজেয়াপ্ত করা হয়েছে। জীবনকৃষ্ণের বাড়ির একটি ঘরকে ‘ওয়ার রুম’ বলছেন তদন্তকারীরা। সেই ঘরে রয়েছে একাধিক কম্পিউটার, বেশ কয়েকটি ল্যাপটপ, তিনটি নোটপ্যাড, হাই স্পিড ওয়াইফাই কানেকশন এবং গুরুত্বপূর্ণ কিছু সফ্টঅয়্যার। কী কাজে সেগুলো ব্যবহার হত, সে বিষয়ে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সন্ধান মিলেছে মোবাইলের দু’টি এক্সটারনাল স্টোরেজ। সেগুলি ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানোর সম্ভাবনা রয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: