Coal Smuggling: কয়লা পাচার মামলা নিয়ে সিবিআই আদালতে কী হল?
কয়লা পাচারকাণ্ডে চার্জ গঠন হল (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: নানা কারণে বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার পরে, শেষ পর্যন্ত মঙ্গলবার আসানসোল সিবিআই (CBI) আদালতে কয়লা পাচার (Coal Smuggling) মামলার চার্জ গঠন হল। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুপ মাজি ওরফে লালা-সহ মোট ৪৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়। গত ২৫ নভেম্বর বিচারক রাজেশ চক্রবর্তী যে নির্দেশ দিয়েছিলেন, সেই মতো এই মামলায় চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তই এদিন সশরীরে আদালতে হাজির ছিলেন। জেলে থাকা বিকাশ মিশ্র ভার্চুয়ালি হাজিরা দেন। এছাড়াও আরও দুজন এদিন ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।
কয়লা পাচার মামলায় সিবিআই (CBI) মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাঁকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গিয়েছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা আদালতে জানিয়েছে সিবিআই। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগত বা ইনডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হল এই বিকাশ মিশ্র। বাকি দুজন হল অনুপ মাজি ওরফে লালা ও রত্নেশ্বর ভার্মা ওরফে রত্নেশ।
আদালত সূত্রে জানা গিয়েছে, চার্জ গঠনের (CBI) প্রক্রিয়াকে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। একটিতে রয়েছে লালা, রত্নেশ ভার্মা এবং বিকাশের নাম। এই তিন জনের বিচারপ্রক্রিয়া আলাদা ভাবে হবে। কারণ, কয়লা পাচার মামলায় যত অভিযোগ উঠেছে, তার সব ক'টিতেই ওই তিন জনের যোগ রয়েছে। বাকি অভিযুক্তদের মধ্যে কেউ কোলিয়ারির ম্যানেজার, কেউ নিরাপত্তারক্ষী, কেউ বা আবার স্থানীয় দোকানদার। চার্জশিটে সিবিআই দাবি করে যে, অভিযুক্তরা প্রায় ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি এবং পাচার করেন। এর ফলে সরকারের ১৩৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় বলে জানানো হয়। ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে এই চুরি এবং পাচারের ঘটনা ঘটে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ২১ জানুয়ারি। সেদিন থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে। ওইদিন সাক্ষ্য দেওয়ার জন্য দুই সাক্ষীকে সিবিআই আদালতে ডাকা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।