দুর্নীতির তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট জমা দিল সিবিআই। জানা গিয়েছে, সিবিআইয়ের দেওয়া চার্জশিটের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সহ ১৬ জনের নাম রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়।
মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি (SSC Scam) তদন্ত এগোচ্ছে দ্রুত গতিতে। ৫১ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ ১৬ জনের নাম রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য, প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, অশোক কুমার সাহা, অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
এই মামলায় আগেই আদালতে চার্জশিট জমা দিয়েছিল ইডি। যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেই শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সিবিআইয়ের চার্জশিটেও স্পষ্ট, এই কেলেঙ্কারির মূল হোতা পার্থই।
আরও পড়ুন : পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! এসএসসি মামলায় চার্জশিট পেশ ইডি-র
তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এমনই সব তথ্য, যা রোমহর্ষক গল্পকেও হার মানাবে। সুচারুভাবে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির জাল বিছানো হয়েছিল। সেই ফাঁদে পা দিয়ে অনেক ছাত্র-ছাত্রী সর্বসান্ত হয়েছেন। যাঁরা অর্থের বিনিময়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাঁরা আরও বিপাকে। সিবিআইয়ের দাবি, কোন কাজ কে কীভাবে করবে, কীভাবে একজন বৈধ চাকরিপ্রার্থীর জায়গায় বেআইনিভাবে অন্যজনকে অর্থের বিনিময়ে মেরিট লিস্টে জায়গা করে দেওয়া হবে, কীভাবে বদলে ফেলা হবে প্রাপ্ত নম্বর, কীভাবে এজেন্টের মাধ্যমে টাকা তোলা হবে, সব কিছুই নাকি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মস্তষ্কপ্রসূত। আর এই দুর্নীতির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে পড়েছিল এসএসসির উপদেষ্টা কমিটিও।
আরও পড়ুন: বোনকে চাকরি, স্ত্রীর নামের শেয়ারও অর্পিতাকে দেন পার্থ! চার্জশিটে দাবি ইডির
উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ২৩ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি (ED)। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় তারপর একে একে গ্রেফতার হন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা। আপাতত প্রত্যেকেই জেলে রয়েছেন। বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু আদালত সেই আবেদনে সাড়া দেয়নি। ৩১ অক্টোবর পর্যন্ত পার্থ-অর্পিতাদের জেল হেফাজতেই থাকতে হবে। ইতিমধ্যেই ইডি জানিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।