CBI: নতুন অফিসারকে সোমবারই বসানো হয়েছে...
পঙ্কজ শ্রীবাস্তব ও এন বেনুগোপাল (ডানদিকে)
মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা (Coal smuggling case), গরু পাচার (Cattle smuggling case) এবং এসএসসি দুর্নীতির (SSC recruitment scam) তদন্তরত যুগ্ম-অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবকে দায়িত্ব থেকে সরিয়ে দিল সিবিআই (CBI)। তাঁর পরিবর্তে নতুন অফিসারকে সোমবারই বসানো হয়েছে। ১৯৯৫ ব্যাচের হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস এন বেনুগোপাল গতকালই কলকাতা জোনের যুগ্ম-অধিকর্তার দায়িত্ব গ্রহণ করেছেন। এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে জেরার নোটিস পাঠিয়েছে সিবিআই।
পঙ্কজ শ্রীবাস্তবকে কেন এমন গুরুত্বপূর্ণ সময়ে সরিয়ে দেওয়া হল তা নিয়ে তদন্তকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সব মহলে কৌতুহল তৈরি হয়েছে। এনিয়ে অবশ্য ওই যুগ্ম-অধিকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। সিবিআই সূত্রের খবর, বছর দুই আগেই তাঁকে দিল্লি সদর দফতরে প্রশিক্ষণ বিভাগে বদলি করা হয়েছিল। সেইসঙ্গে কলকাতা জোনের অতিরিক্ত চার্জ ছিল তাঁর কাছে। ইদানীং কলকাতা হাইকোর্টের নির্দেশে আটটি নতুন মামলা সিবিআইয়ের হাতে এসেছে। তার মধ্যে এসএসসি দুর্নীতির জাল এতটাই ছড়িয়েছে যে কলকাতায় একজন পূর্ণ সময়ের যুগ্ম-অধিকর্তার প্রয়োজন হয়ে পড়েছে। সেই কারণেই এমন পদক্ষেপ বলে অনেকে মনে করছেন।
আরও পড়ুন: কয়লাকাণ্ডে অভিষেক-পত্নীকে তলব সিবিআইয়ের, আগামীকাল জেরা কলকাতাতেই?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ভোট পরবর্তী হিংসার প্রায় ৬০টি মামলা, গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার চাপ সামলাতে আরও কয়েকজন অফিসারকে পাঠানো হতে পারে। শুধু এসএসসি দুর্নীতি তদন্ত করতেই যে সংখ্যক অফিসার প্রয়োজন তা কলকাতা জোনের নেই বলে তৃণমূলস্তরের তদন্তকারীরা জানাচ্ছেন। সংস্থা সূত্রের খবর, এখন থেকে পঙ্কজ শ্রীবাস্তব দিল্লি থেকেই সিবিআইয়ের প্রশিক্ষণ দেখার পাশাপাশি কলকাতার চিটফান্ডের সমস্ত মামলা দেখভাল করবেন। সারদা, রোজভ্যালিসহ চিটফান্ডের সব মামলা এখনও তাঁর হাতেই থাকছে। ২০১৯ সালে সারদা চিটফান্ডের তদন্তের সূত্রেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআই। তার নেতৃত্বে ছিলেন পঙ্কজ। নারদা মামলায় চার মন্ত্রীকে গ্রেফতারের নেপথ্যেও ছিলেন তিনি। তাঁর বদলিতে সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি এখন কোনদিকে যায় তা জানতে কৌতুহল তৈরি হয়েছে।
আরও পড়ুন: কেন গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী, এত সম্পত্তি হল কীভাবে?
তদন্তকারী সংস্থার খবর রাখেন এমন অনেকেই জানাচ্ছেন, গত একবছরে সিবিআই বেশ কয়েকটি স্পর্শকাতর মামলা হাতে পেলেও কোনও কড়া পদক্ষেপ নিতে পারেনি। অনেকেরই মনে প্রশ্ন, কেন অনুব্রত মণ্ডলকে এখনও ছেড়ে রেখেছে সিবিআই! কেন এসএসসি মামলায় হাইকোর্টের রায় আসার পরেও ঢিমেতালে চলছে তদন্তকারী সংস্থা! কেন কয়লা পাচার ও গরু পাচারের আসল মাথাদের ছোঁয়া হচ্ছে না? নতুন পূর্ণ সময়ের যুগ্ম-অধিকর্তার কাঁধে এখন সেই ভার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাংশে দাবি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত সব শেষ, এবার সম্ভবত 'অ্যাকশন' শুরু হবে।