Cattle Smuggling Case: আজই করা হবে জেরা...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল গরু পাচার মামলার (Cattle Smuggling Case) তদন্ত করতে গিয়ে বীরভূমের সিউড়িতে সমবায় ব্যাঙ্কের শাখায় তল্লাশি চালায় সিবিআই। বৃহস্পতিবার সমবায় ব্যাঙ্কে পৌঁছন গরু পাচার কাণ্ডের প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য। সিবিআই সূত্রে খবর, ১৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। ফলে এই নিয়ে ব্যাঙ্কের ম্যানেজারকে অনেক প্রশ্নের সম্মুখীনও হতে হয়। এর পর আজ, শুক্রবার ব্যাঙ্ক ম্যানেজার অভিজিৎ সামন্তকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। ব্যাঙ্কের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করতে চান সুশান্তবাবু।
গতকাল পর্যন্ত ১৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছিল ও সেগুলোর মাধ্যমে ১০ কোটি টাকার লেনদেন হয়েছিল বলে জানা গিয়েছিল। কিন্তু আজ সিবিআই সূত্রে খবর, মোট ১৭৭টি বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে সিউড়ির ব্যাঙ্ক থেকে। এমনকী ৫০টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে যাতে একজনেরই সই রয়েছে। সংগ্রহ করা হয়েছে যাবতীয় নথি। আবার শুধু ৫৪ টি অ্যাকাউন্টেই মিলেছে ৪ কোটি টাকার লেনদেনের হদিশ।
আরও পড়ুন: ১৫০ অ্যাকাউন্টে সই একজনেরই! সিউড়ির ব্যাঙ্কে সিবিআই হানা, এখানেও কেষ্ট-যোগ?
গতকাল সিবিআই সূত্রে জানানো হয়েছিল ওই ভুয়ো অ্যাকাউন্টগুলির মাধ্যমে গরু পাচারের বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছিল। এই বেনিয়মের হদিশ মিলতেই সিউড়ি সমবায় ব্যাঙ্কের ম্যানেজার অভিজিৎ সামন্তকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এমনকী তিনি যদি তদন্তে সহযোগিতা না করেন, তাঁকে গ্রেফতার করারও হুঁশিয়ারি দিয়েছিলেন সিবিআই অফিসার সুশান্ত ভট্টাচার্য। এর পর আজ ম্যানেজার অভিজিৎকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই।
কীভাবে নথি যাচাই না করে ব্যাঙ্কে ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্ট খুলতে দিলেন তিনি? এই প্রশ্নই আজ করা হবে ব্যাঙ্ক ম্যানেজারকে। এত টাকা এল কোথা থেকে? কে এই অ্যাকাউন্টগুলো খুলল? এসবই জিজ্ঞেস করা হবে ম্যানেজারকে।
সিবিআই সূত্রে জানা গিয়েছিল, রাইস মিল সংক্রান্ত প্রচুর টাকার লেনদেন হয়েছে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে। এমনিতেই গরু পাচার তদন্তে অনুব্রত মণ্ডলের শিবশম্ভু ও ভোলে ব্যোম রাইস মিলের কথা উঠে এসেছিল। এছাড়াও এই ব্যাঙ্ক অ্যাকউন্টের সঙ্গে খাদ্য দফতরের যোগসূত্রও উঠে এসেছে। সমবায় ব্যাঙ্কের অ্যাকাউন্টে সেই সংক্রান্ত কিছু রয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন সিবিআই অফিসাররা। ফলে এই অ্যাকাউন্টগুলোর সঙ্গে গরু পাচার মামলা কীভাবে জড়িয়ে রয়েছে, সব কিছু নিয়েই তদন্ত করছে সিবিআই আধিকারিকরা। এখন এটাই দেখার, ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করার পর কোন দিকে গড়ায় এই তদন্ত।