img

Follow us on

Sunday, Jan 19, 2025

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত গেটে বসছে সিসিটিভি, ইঙ্গিত উপাচার্যের

ছাত্রদের একাংশের আপত্তি উড়িয়ে বসছে সিসিটিভি

img

যাদবপুর বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

  2023-08-23 12:59:45

মাধ্যম নিউজ ডেস্ক: ছাত্রদের একাংশের আপত্তি উড়িয়ে যাদবপুরে বসতে চলেছে সিসিটিভি (JU Student Death)। জানা গিয়েছে, প্রতিটি গেটেই সিসিটিভি লাগানোর পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট ১১টি সিসিটিভি বসতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গেটগুলির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনেও (অরবিন্দ ভবন) সিসিটিভি থাকছে। হস্টেলের গেটেও থাকবে সিসিটিভি (JU Student Death)। মেয়েদের হস্টেলেও একইভাবে নজরদারি চালানো হবে সিসিটিভির মাধ্যমে। 

মঙ্গলবারই সিসিটিভি বসানোর ইঙ্গিত দেন অন্তর্বর্তীকালীন উপাচার্য

মঙ্গলবারই সিসিটিভি বসানো নিয়ে ইঙ্গিত (JU Student Death) দেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। প্রসঙ্গত এর আগেই রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছিলেন সিসি ক্যামেরা বসানো হবে বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের একাংশ এতে আপত্তি জানাতে থাকে। জানা গিয়েছে, সম্ভব হলে এক্সিকিউটিভ কাউন্সিলের পরবর্তী মিটিংয়ের আগেই ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কাজ সেরে ফেলবে কর্তৃপক্ষ। গত ৯ অগাস্ট মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে যান প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু। স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুতে (JU Student Death) র‌্যাগিং-এর অভিযোগ ওঠে (JU Student Death)। ওই রাতে তাঁকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগও ওঠে হস্টেলের বারন্দায়। তারপর থেকেই হস্টেলের প্রথম বর্ষের ছাত্রদের সরিয়ে আনা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিউ বয়েজ হস্টেলে তাঁরা থাকছেন।

বহিরাগতদের অবাধ বিচরণ হস্টেলে

মঙ্গলবার বুদ্ধদেব সাউ জানান, প্রত্যেক ভবনের এন্ট্রি পয়েন্টে সিসিটিভি থাকবে। প্রসঙ্গত, হস্টেলগুলি হয়ে উঠেছে বহিরাগতদের অবাধ বিচরণের জায়গা। শুধু তাই নয়, হস্টেলে প্রতিদিন মদের আসর এবং ছাদে উঠে প্রতিবেশী পোদ্দার পাড়ার মহিলাদের অশালীন কটূক্তি করার মতো অভিযোগও উঠেছে (JU Student Death)। বারবার প্রমাণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও রকম আইন-শৃঙ্খলা নেই। রেজিস্ট্রার থেকে ডিন অফ স্টুডেন্টস সকলেই কার্যত একথা স্বীকার করেছেন। পাশাপাশি স্নেহমঞ্জ বসু এও জানিয়েছেন, হস্টেলে অ্যালকোহল এবং ড্রাগ নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ঢুকতে গেলে তাদের দেখাতে হবে পরিচয়পত্র।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Jadavpur University

bangla news

Bengali news

JU Student Death

cctv at university gate


আরও খবর


ছবিতে খবর